India & World UpdatesAnalyticsBreaking News
করোনা-স্মার্ট রিস্ট ব্যান্ড’ বাজারে আনছে আইআইটি মাদ্রাজ
২৬ জুলাই : কোভিড উপসর্গ শনাক্ত করতে আধুনিক উপকরণ বাজারজাত করতে চলেছে আইআইটি মাদ্রাজ। আগামী মাসেই এই ‘করোনা-স্মার্ট রিস্ট ব্যান্ড’ বাজারে আসবে বলে আইআইটি সূত্রের খবর। বিশ্বের ৭০টি দেশে তা পাওয়া যাবে। আইআইটি মাদ্রাজ স্টার্ট আপ-এর অন্তর্গত এই প্রকল্প খাতে ২২ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেও জানা গেছে।
মাদ্রাজ আইআইটি ও ওরাঙ্গাল আইআইটি-র যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই করোনা ট্র্যাকার রিস্ট ব্যান্ড। এরমাধ্যমে হৃদস্পন্দন, শরীরের তাপমাত্রা, অক্সিজেনের অবস্থা ইত্যাদি শনাক্ত হবে, যা কি না করোনা সংক্রমণ প্রসঙ্গে লক্ষণ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে প্রকল্পে জড়িত কে. প্রত্যুশা বলেন, যে কেউ ব্লুটুথ এর মাধ্যমে মোবাইলের সঙ্গে সংযোগ করতে পারবেন এই উপকরণকে। এরজন্য ‘মিউজ হেলথ এপ’ ডাউনলোড করতে লাগবে। আর এর মাধ্যমেই পুরো সিস্টেম চলবে। সময় সময় নিজের অবস্থা জানতে পারবেন যে কেউ। ২০২২ এর মধ্যে সারা বিশ্বে ১০ লক্ষ এমন ব্যান্ড বিক্রির পরিকল্পনা রয়েছে। যদিও এবছরের টার্গেট রয়েছে ২ লক্ষ, জানান প্রত্যুশা।