India & World UpdatesAnalytics

করোনা বিধি মেনে প্রস্তুত হচ্ছে সংসদ, ১৯৫২’র পর প্রথম বসার স্থানে পরিবর্তন

১৭ আগস্ট : আগস্ট মাসের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম দিকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। এজন্য গত দু’সপ্তাহ ধরে এই বিষয়ে কাজ করে চলেছে রাজ্যসভার সচিবালয়। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সবরকম ব্যবস্থা শেষ করে ফেলতে চাইছে সচিবালয়। গোটা প্রক্রিয়া তত্বাবধান করছেন রাজ্যসভার চেয়ারম্যান ও উপ রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। করোনা বিধি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। বড় ডিসপ্লে স্ক্রিন, দুই কক্ষের মাঝে বিশেষ কেবল ব্যবস্থার মতো একাধিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংসদে রাখা হচ্ছে আলট্রা ভায়োলেট জার্মিসিডাল ইরাডিয়েশনের মতো ব্যবস্থা।

সাংসদদের মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি। তাছাড়া চেম্বার ও কক্ষদুটিকে একসঙ্গে ব্যবহার করা এই প্রথম দেখা যাবে পার্লামেন্টে। ১৯৫২ সালের পর প্রথমবার পার্লামেন্টকে এই সাজে দেখা যাবে।সাংসদদের বিতর্কে অংশ নেওয়ার জন্য ও বক্তব্য রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। থাকছে চারটি  বড় স্ক্রিন। গ্যালারিতে থাকছে ছটি ছোট স্ক্রিনের ব্যবস্থা। গ্যালারির জন্য থাকছে অডিও কনসোলস, দুটি কক্ষের জন্য স্পেশাল কেবল সংযোগ, যাতে অডিও ভিসুয়াল সিগন্যালের ট্রান্সমিশন সহজে হয়।অফিসিয়াল গ্যালারি থেকে কক্ষকে আলাদা করার জন্য থাকছে পলিকর্বনেট শিট।

বসার ব্যবস্থাতেও আনা হয়েছে বিশেষ পরিবর্তন। রাজ্যসভার চেম্বার ও গ্যালারি, লোকসভার চেম্বার বাদল অধিবেশনে সাংসদদের বসার জন্য ব্যবহার করা হবে। ৬০জন সদস্য বসবেন চেম্বারে, ৫১ জন বসবেন রাজ্যসভার গ্যালারিতে। প্রথম রো ছেড়ে বসার ব্যবস্থা করা হবে। বাকি ১৩২ জন বসবেন লোকসভা চেম্বারে। প্রধানমন্ত্রী, লোকসভার দলনেতা, বিরোধী দলনেতা, ও অন্যান্য দলের নেতার জন্য চেয়ার নির্দিষ্ট করা থাকবে। প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রাক্তন দলনেতাদের, যেমন মনমোহন সিং ও এইচ ডি দেবেগৌড়া, মন্ত্রী রামবিলাস পাসোয়ান, রামাদাস আস্থাওয়ালেরা বসবেন চেম্বারে। সরকারি আধিকারিক ও সাংবাদিকদের জন্য জায়গা নির্দিষ্ট করা থাকবে। সেক্ষেত্রে মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। গ্যালারি ও প্রেস গ্যালারিতে ১৫ জনের বেশি থাকতে পারবেন না বলে জানানো হয়েছে। এর আগে ১৭ জুলাই রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা একটি বৈঠক করেন। সেখানেই বাদল অধিবেশনের প্রস্তুতি নিয়ে আলোচনা চলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker