India & World UpdatesAnalyticsBreaking News
করোনা আক্রান্ত স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল
১৫ আগস্ট : করোনা ভাইরাসে এ বার আক্রান্ত হলেন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল। দেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রতিদিন দেশবাসীর সামনে করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরার গুরু দায়িত্ব পালন করে চলেছিলেন তিনি। বিভিন্ন টিভি চ্যানেলের দৌলতে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাওয়া আমলা শুক্রবার রাতে নিজেই টুইট করে করোনায় আক্রান্তের কথা জানিয়েছেন। আপাতত চিকিত্সকদের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
এ দিন টুইটে করোনা আক্রান্ত স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লিখেছেন, ‘এইমাত্র আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্যবিধি মেনেই হোম আইসোলেশনে রয়েছি। সব বন্ধু ও সহকর্মীদের অনুরোধ, নিজের প্রতি নজর রাখুন। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। শিগগিরই সবার সঙ্গে আবারও দেখা হবে।’ উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা ৪৮ বছর বয়সী আমলার করোনা পজিটিভ হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা।
অন্যদিকে এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি তামিলনাডুর রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতও কোভিড মুক্ত হয়েছেন। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এ দিন চেন্নাইয়ের কাবেরী হাসপাতালের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে তামিলনাডুর রাজ্যপালের করোনা মুক্ত হওয়ার কথা জানিয়েছে। গত ২ আগস্ট তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল।