Barak UpdatesAnalytics
করিমগঞ্জ কলেজের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন, ৩০ মে শোভাযাত্রা
২৩ মে : করোনা মহামারির জন্য করিমগঞ্জ কলেজের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান হয়নি গত বছর। এখন করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় সেই গৌরব মুহূর্তের সাক্ষী হতে চলেছে সুপ্রাচীন এই কলেজটি। ১৯৪৬ সালে কলেজটি যাত্রা শুরু করেছিল। তাই এ বার ৭৬ বছরেই প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের প্রস্তুতি নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। চলতি মাসেই শুরু হচ্ছে কলেজের বছরব্যাপী অনুষ্ঠান।
কলেজ অধ্যক্ষ রামানুজ চক্রবর্তী জানান, আগামী ৩০ মে এক বিশাল শোভাযাত্রা বের করা হবে। সকাল সাড়ে ৮টায় কলেজ চত্বর থেকে বেরিয়ে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করবে। এতে কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা, অন্য স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও একাধিক সামাজিক সংগঠনের সদস্য-সদস্যারা অংশ নেবেন। অধ্যক্ষ আরও জানান, শোভাযাত্রায় কুড়িটিরও বেশি ট্যাবলো থাকবে। সন্ধ্যায় থাকবে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি এ দিন কলেজ অডিটোরিয়ামে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।
কলেজ অধ্যক্ষ জানান, এই প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কয়েকটি উপসমিতি গঠন করা হয়েছে। এই উপসমিতিগুলো কলেজের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখবে। তিনি বছরব্যাপী এই অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন। এ দিন সাংবাদিক বৈঠকে অন্যদের মধ্যে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, সুখেন্দু বিকাশ পাল, ডাঃ মানস দাস প্রমুখ উপস্থিত ছিলেন।