Barak UpdatesBreaking News
করিমগঞ্জে অনলাইনে ভোটার তালিকা সংশোধন শুরু
১০ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলায় সচিত্র ভোটার তালিকার নাম, ঠিকানা, ফটো, বয়স, লিঙ্গ ইত্যাদির ভুল তথ্য সংশোধনের জন্য অনলাইনে কাজ শুরু হয়েছে। করিমগঞ্জের জেলা নির্বাচনী আধিকারিক মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। ইলেকটরস্ ভেরিফিকেশন প্রোগ্রাম নামে এই সংশোধনী প্রক্রিয়া নির্বাচন কমিশনের এয়ার পোর্টাল এনএসভিপি ডট ইন-এ গিয়ে অনলাইনে করতে হবে। ভোটাররা নিজের এনড্রয়েড মোবাইলের মাধ্যমে অথবা জেলার ১৭৬টি কমন সার্ভিস সেন্টারে গিয়ে এই সংশোধনের কাজ করতে পারবেন।
কমন সার্ভিস সেন্টারগুলোতে এজন্য ন্যূনতম মাশুল দিতে হবে। করিমগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক এম এস মণিভন্নন ভোটার তালিকার এই তথ্য সংশোধন প্রক্রিয়াটি বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, জেলার ১৭৬টি কমন সার্ভিস সেন্টার ছাড়াও জেলা সার্কল অফিসগুলোতে এজন্য ভোটার ফ্যাসিলিটেশন সেন্টার খোলা হবে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কমন সার্ভিস সেন্টার অথবা নিজের মোবাইল ফোনের মাধ্যমে এই কাজ করা যাবে বলে জেলা নির্বাচনী আধিকারিক জানিয়েছেন।