NE UpdatesAnalyticsBreaking News
করম পূজায় শর্তবিহীন বন্ধ ঘোষণা আসাম সরকারের
গুয়াহাটি, ২৩ সেপ্টেম্বর : চা জনগোষ্ঠীর পবিত্র উৎসব করম পূজার দিন সরকারি বন্ধের নামে পেট হলিডে ঘোষণা করা নিয়ে রাজ্যের চা বাগান গুলোতে গত কিছুদিন থেকেই প্রতিবাদ আছড়ে পড়েছিল। চা শ্রমিক ও চা জনগোষ্ঠীর বিভিন্ন দল সংগঠন এ নিয়ে তীব্র প্রতিবাদ করে। এর প্রতিবাদ হিসেবে আগামী ২৫ সেপ্টেম্বর বাগানে বাগানে মুখ্যমন্ত্রী ও শ্রম মন্ত্রীর কুশপুতুল দাহ করার ঘোষণা করেছিল আটসা।
কিন্তু এই প্রতিবাদের মুখে পড়ে করম পূজার দিন শর্তবিহীন সরকারি বন্ধ ঘোষণা করতে বাধ্য হলো রাজ্য সরকার। অবশেষে চা শ্রমিকদের প্রতিবাদকে মান্যতা দিয়ে নতুন করে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে এই শর্তবিহীন সরকারি বন্ধ ঘোষণা করা হয়। এ নিয়ে আজ রাজ্যের বিভিন্ন চা বাগানে ছিল উৎসবমুখর পরিবেশ। কয়েকটি চা বাগানে মাদলের তালে তালে ঝুমুর নৃত্য প্রদর্শন করতেও দেখা গেছে চা জনগোষ্ঠীর মানুষকে।