India & World Updates

কবি-সাংবাদিক পৌলোমী সেনগুপ্ত প্রয়াত

১৮ অক্টোবরঃ মারা গেলেন কবি, সাংবাদিক, সম্পাদক পৌলোমী সেনগুপ্ত। বয়স হয়েছিল ৪৯ বছর। রেখে গেলেন মা ও কন্যাকে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর পৌলোমীর। ১৯৯৪ সালে ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকায় সাব-এডিটর হিসেবে সাংবাদিকতা শুরু। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে সরকারি অফিসারও হয়েছিলেন। সাহিত্য ও সাংবাদিকতার টানে ফিরে আসেন এবিপি সংস্থায়।  ছোটদের পত্রিকা ‘আনন্দমেলা’য়। ২০১৭ থেকে এবিপি সংস্থার সব পত্রিকার এগ্‌জিকিউটিভ এডিটর পদে ছিলেন তিনি। তাঁর কবিতা প্রকাশিত হয়েছে দেশ, কৃত্তিবাসের মতো বিভিন্ন পত্র-পত্রিকায়। ১৯৯৭-এ প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতার বই ‘পেনসিল খুকি’। পরের বছর ‘কৃত্তিবাস পুরস্কার’ জিতে নেয় সেটি। তারপর একে একে প্রকাশিত হয়েছে ‘আমরা আজ রুমাল চোর’ , ‘উল্কি’, মেট্রোয় বৃষ্টি এবং কাব্য সঙ্কলন ‘মুঠোর মাপ উপচে যেন পড়ে’ । ফরাসি ভাষায় পারদর্শী পৌলোমী বাংলায় অনুবাদ করেছেন অ্যাস্টারিক্স। ঝুম্পা লাহিড়ীর দু’টি বইয়েরও অনুবাদ করেছেন তিনি— ‘সমনামী’ (দ্য নেমসেক) এবং ‘নাবাল জমি’ (দ্য লো ল্যান্ড)। ইংরেজি এবং হিন্দি থেকেও প্রচুর গল্প-কবিতা অনুবাদ করেছেন।

 

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker