Barak UpdatesCultureBreaking News
কবিতা পাঠ, সাহিত্য আলোচনায় বইমেলার মঞ্চে বাংলা সাহিত্য সভার অনুষ্ঠান
ওয়ে টু বরাক, ৭ ডিসেম্বর : অসম প্রকাশন পরিষদ ও সারা আসাম পুথি প্রকাশক ও বিক্রেতা সংস্থার উদ্যোগে আয়োজিত অসম গ্রন্থমেলা বৃহস্পতিবার সপ্তম দিনে পড়ল। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ১০ দিনের এই মেলা ইতিমধ্যেই জমে উঠেছে। বই কেনাকাটার বাইরে গিয়েও মেলা চত্বরে আয়োজিত আলোচনাচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিতে উৎসাহীদের ভিড় দেখা গিয়েছে। বুধবার মেলা প্রাঙ্গণে ছিল বাংলা সাহিত্য সভার এক মনোমুগ্ধকর অনুষ্ঠান। কবিতা পাঠ, সাহিত্য বিষয়ক আলোচনা, গান ইত্যাদিতে আকর্ষণীয় হয়ে উঠে এই অনুষ্ঠানটি।
আয়োজিত কবি সম্মেলনে অংশগ্রহণ করেন সমর বিজয় চক্রবর্তী, অসিত চক্রবর্তী সহ বরাকের নবীন প্রবীণ কবিরা। এরপর ‘সাহিত্যে দেশ ভক্তি ও দেশের সমন্বয় শক্তি’ শীর্ষক আলোচনা চক্র সঞ্চালনা করেন লেখক-অনুবাদক নিবেদিতা চক্রবর্তী। এতে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন সমর বিজয় চক্রবর্তী, অসিত চক্রবর্তী, ড. বরুণ জ্যোতি চৌধুরী প্রমূখ। এদিন আয়োজিত অন্য একটি আলোচনা চক্র ‘বরাকের শিল্প : পরম্পরা থেকে আধুনিকতার উত্তরণ’ সঞ্চালনা করেন গবেষক ড. বিনয় পাল। এতে আলোচক হিসেবে অংশ নেন আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ড. গণেশ নন্দী, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. পিনাকপাণি নাথ।
এই আলোচনা চক্রের সঙ্গে সঙ্গতি রেখে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান গেয়ে শোনান শিল্পী বিক্রমজিৎ বাউলিয়া, সুমিতা ভট্টাচার্য, কল্যাণী দাম, পৌলমী শীল এবং প্রতিতী শীল। কবিতা আবৃত্তি করেন অনির্বাণজ্যোতি গুপ্ত, দেবযানী ভট্টাচার্য ও দীপান্বিতা পাল। অনুষ্ঠানে পরিবেশিত কীর্তন পরিচালনা করেন অরুন্ধতী দত্তরায় এবং নৃত্য পরিচালনা করেন সেবায়ন রায়চৌধুরী। এর আগে মিঠুন রায়ের পরিচালনায় মঞ্চস্থ হয় মহিষাসুর ২০২৩।
এদিকে সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এতে যোগদান করে শিশুতীর্থ হাই স্কুল, প্রণবানন্দ বিদ্যামন্দির ও রামানুজ গুপ্ত ডিগ্রি কলেজ। উল্লেখ্য, শিলচরে অনুষ্ঠিত অসম গ্রন্থ মেলায় যারা ১০০০ টাকার বই ক্রয় করবেন তাদের সবাইকে এক লক্ষ টাকার নগদ অর্থ পুরস্কারের জন্য কুপন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় লটারির মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে।