Barak UpdatesSportsBreaking News

কবাডিতে চ্যাম্পিয়ন লক্ষ্মীচরণ, সরকারি স্কুল

১৯ জানুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থার উমেশচন্দ্র দাস স্মৃতি প্রাইজমানি আন্ত:স্কুল কবাডি প্রতিযোগিতায় ছেলেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীচরণ হাই স্কুল (কাবুগঞ্জ)৷ বিজয়ী সংঘের খেলার মাঠে সোমবার ফাইনালে তারা ৯ পয়েন্টের ব্যবধানে হারায় গভর্নমেন্ট এইচ এসকে। লক্ষ্মীচরণ সংগ্রহ করে ১৭ পয়েন্ট, গভর্নমেন্ট বয়েজ ৮ পয়েন্ট। এদিকে মেয়েদের গ্রুপে গভর্নমেন্ট বয়েজ এইচ এস ফাইনালে মইনুল হক এইচ এস স্কুলকে ৩৪-২২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সকালে উদ্বোধন অনুষ্ঠানে ডিএসএ- পতাকা উত্তোলন করেন সভাপতি বাবুল হোড়।

Rananuj

বিজয়ী সংঘের পতাকা উত্তোলন করেন রূপেন্দ্র কিশোর চন্দ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দুই স্পন্সর শ্যামল দাস ও ডা: রঞ্জন সিংহ, ডিএসএ-র দুই উপ সভাপতি আশুতোষ রায়, নীলাভ মজুমদার , জয় বরদিয়া প্রমুখ। মঙ্গলবার সকালে শুরু হবে আন্ত:ক্লাব পুরুষ ও মহিলা কবাডির আসর। এর স্পন্সর আর ই হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার । ফাইনাল হবে বিকাল ৫ টায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে সন্ধ্যা ৬ টায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker