Barak UpdatesSports
কণিকা স্বামী গ্রামীণ ভলিবল শুরু ২ জানুয়ারি
২৬ ডিসেম্বর: কণিকা স্বামী স্মৃতি মেমোরিয়াল গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা শুরু হবে আগামী ২ জানুয়ারি। দুদিন ব্যাপী প্রতিযোগিতা হবে ইটখোলা দুর্গা মণ্ডপে। খেলার জনপ্রিয়তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।
কনিকা স্বামী ভলিবল এবার হচ্ছে দ্বিতীয়বারের মতো। এখনও অব্দি অংশ নিচ্ছে দশটি ক্লাব। কাজিডহর, আমজুরঘাট, কাটিগড়া সহ বিভিন্ন জায়গা থেকে অংশ নিচ্ছে দল। আয়োজকদের আশা, ১৬ টি দল অংশ নেবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত নাম জমা দেওয়ার শেষ তারিখ।
আসরে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ছাড়াও দেওয়া হবে ১০ হাজার ও ৫ হাজার টাকা করে।তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দলকে দুই হাজার ও এক হাজার টাকা করে দেওয়া হবে। সেরা খেলোয়াড় ট্রফি ছাড়াও পাবেন এক হাজার টাকা। আসরের রেফারিদের দেওয়া হবে টি শার্ট ও ক্যাপ। দুই ফাইনালিস্টকে দেওয়া হবে জার্সি। আজ এক সাংবাদিক বৈঠক ডেকে এসব তথ্য পেশ করেন শিলচর ডিএসএ-র সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং , বলস সচিব শ্যামল দাস। স্পনসরারদের তরফে উপস্থিত ছিলেন দেবাশিস স্বামী ও দেবজ্যোতি স্বামী।
আয়োজকদের তরফে জানানো হয়, অংশগ্রহণকারী দলগুলিকে প্রথম দিনে যাতায়াত খরচ বাবদ ৫০০ টাকা করে দেওয়া হবে।