NE UpdatesIndia & World UpdatesAnalyticsBreaking News
কংগ্রেস কখনই আর শুধরাবে না, পিত্রোদার নিয়োগ নিয়ে মন্তব্য হিমন্তের
গুয়াহাটি, ২৭ জুন : স্যাম পিত্রোদাকে পুনরায় ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সভাপতি মনোনীত করায় কংগ্রেস দলের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বুধবারই পিত্রোদাকে তার আগের পদে বহাল করে কংগ্রেস। এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেছেন, কংগ্রেস কখনও উন্নতি করতে পারবে না। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কংগ্রেসের প্রতারণামূলক নীতি ও উদ্দেশ্য সম্পর্কে দেশকে সচেতন করেছেন। নির্বাচন শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে কংগ্রেস পরিবারের মুখ্য উপদেষ্টা যিনি উত্তর-পূর্ব সম্পর্কে খারাপ মন্তব্য করেছেন তিনি ফের ঘরে ফিরে এলেন।
অসমের বিজেপিও কংগ্রেসের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। বিজেপির বক্তব্য, কংগ্রেসের সততার যথেষ্ট অভাব রয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি উল্লেখ করেছে, যখন দেশের জাত্যাভিমানের বিরুদ্ধে গিয়ে স্যাম পিত্রোদা বিতর্কিত মন্তব্য করেছেন, তখন কংগ্রেস এমন কাজ করে দেশের প্রতি সততার অভাবই তুলে ধরেছে। বিজেপি আরও বলেছে, যে ব্যক্তি উত্তর-পূর্বের মানুষকে চীনা বলে অভিহিত করেছেন, নির্বাচন শেষ হওয়ার পর তিনি নীরবে আগের অবস্থানে ফিরে এসেছেন।
উল্লেখ্য, গত ৮ মে স্যাম পিত্রোদা ভারতীয় ওভারসিজ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। লোকসভা নির্বাচনের সময় স্যাম পিত্রোদার একটি ভিডিও সামনে এসেছিল। এই ভিডিও-তে নিজের করা মন্তব্য সম্পর্কে পিত্রোদা বলেছেন, আমি কোন বর্ণবাদের কথা বলিনি। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
পুনরায় আগের পদে এই নিয়োগের পর স্যাম পিত্রোদা বলেছেন, আমাকে পদ থেকে সরানো হয়নি। আমি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম, যা কংগ্রেস মেনে নিয়েছিল। আমার বয়স এখন ৮২। ফলে এখন আমি কোনও পদের জন্য লালায়িত নই। কিন্তু লোকজন আমাকে অনুরোধ করলে আমি এতে রাজি হই।