NE UpdatesAnalyticsBreaking News
কংগ্রেসের সঙ্গে মিত্রতা ভঙ্গে ইউডিএফ-এর কোনও ক্ষতি হবে না : আজমল
৬ সেপ্টেম্বর : কংগ্রেস ও এআইইউডিএফ-এর মধ্যে মিত্রতা ভঙ্গের পর গুয়াহাটিতে প্রথমবারের জন্য পা রাখলেন ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। সোমবার গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি মিত্রতা ভঙ্গের ব্যাপারে মুখ খুললেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আজমল বলেন, মিত্রতা ভঙ্গ হয়েছে। এখন তাঁরা ভাল থাকুক। আমাদেরও ভাল হবে। আমাদের কোনও ক্ষতি হবে না। তবে মিত্রতা ভঙ্গের আগে আলোচনা হওয়াটা দরকার ছিল। কিন্তু তা হয়নি। আমাকে বা আমিনুল ইসলাম প্রমুখকে কংগ্রেস ফোন করেছিল। কিন্তু কোনও বিস্তৃত আলোচনা হয়নি।
আজমল এ দিন অখিল গগৈ সম্পর্কেও মন্তব্য করতে ছাড়েননি। শিবসাগরের বিধায়ককে কটাক্ষ করে আজমল বলেন, রাইজর দল একজন বিধায়কের দল। অখিল গগৈর পায়ের তলার মাটি নেই। সেজন্য তিনি মনে যা চাইছে, তা-ই বলছেন। তাঁর পাবলিসিটির প্রয়োজন, তিনি হিরো হতে চান। অখিল গগৈ সর্বভারতীয় পর্যায়ে নেতৃত্ব দেবেন, কথাটাও একেবারেই হাস্যকর।
উপ-নির্বাচন প্রসঙ্গে এ দিন ইউডিএফ সুপ্রিমো বলেন, এই উপ-নির্বাচনে তাঁর দল দুটি কেন্দ্রে প্রার্থী দেবে। ফণী তালুকদার দল ছেড়ে চলে গেলেন, তাঁর কথা এখন আর বলে লাভ নেই। আসাম বিধানসভায় কার্যকর হওয়া পশু আইন নিয়ে আজমল বলেন, এই আইন নিয়ে আমার বলার কিছু নেই। আমি আমার মুসলিম মানুষকে গো-মাংস না খাওয়ার জন্য বলব।