NE UpdatesAnalyticsBreaking News
কংগ্রেসের নির্বাচনী বৈঠকে ১৪ কেন্দ্রের প্যানেল প্রস্তুত
কেন্দ্রভিত্তিক তিনজনের প্যানেল তৈরিতে ভূপেন-দেবব্রতকে দায়িত্ব
গুয়াহাটি, ৩০ জানুয়ারি ঃ আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে অসমে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা অসম ঘুরে গিয়েছে। এ বার রাজ্যের ১৪টি লোকসভা আসনের জন্য কংগ্রেস সম্ভাব্য প্রার্থী প্যানেল তৈরি করে নিয়েছে। এই প্যানেলে একেকটি আসনের বিপরীতে তিন থেকে চারজন পর্যন্ত নাম রাখা হয়েছে। বরাক উপত্যকার দুটি আসনে তিন থেকে চারটি করে নাম তালিকায় স্থান পেয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। এর মধ্যে শিলচরের প্যানেলে নাম রয়েছে সূর্যকান্ত সরকার, নৈঋতা জয়শুক্লা, সৌম্যকান্তি পুরকায়স্থ ও অশোক বৈদ্যের নাম রয়েছে। করিমগঞ্জ আসনের জন্য নাম রয়েছে আবু সালে নজমুদ্দিন, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ও জুবেইর এনাম।
জানা গেছে, সোমবার গুয়াহাটির রাজীব ভবনে ১৪টি কেন্দ্রের প্রত্যাশীদের সঙ্গে সঙ্গে দফায় দফায় বৈঠক করেন নিখিল ভারত কংগ্রেস কমিটির নেতা রাণা কে পি সিং, জয়বর্ধন সিং ও ইভান ডিসুজা। এরপরই ১৪টি কেন্দ্রের জন্য প্যানেল প্রস্তুত করা হয়। এই প্যানেলে তিনজনের বেশি নাম থাকলেও স্ক্রিনিং কমিটির হাতে প্রতিটি কেন্দ্রের তিনজন করে নাম রেখে তালিকা তুলে দেওয়া হবে। এ দিনের বৈঠকে প্রস্তাব গ্রহণ করে এই প্রক্রিয়া শেষ করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটির চেয়ারম্যান ভূপেন বরা ও সহকারী চেয়ারম্যান দেবব্রত শইকিয়াকে। এই দুজনই কেন্দ্র ভিত্তিক তিনিজনের প্যানেল তৈরি করবেন।