NE UpdatesAnalyticsBreaking News
কংগ্রেসকে চাঙ্গা করতে ১ নভেম্বর অসম সফরে পর্যবেক্ষক জিতেন্দ্র সিং
৩০ অক্টোবর : চারদিনের সফরসূচি নিয়ে আগামী ১ নভেম্বর রাজ্যে আসছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত পর্যবেক্ষক জিতেন্দ্র সিং। দায়িত্ব পাওয়ার পর এটিই তাঁর প্রথম অসম সফর। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১-শের নির্বাচনের আগে দলকে উজ্জীবিত করতে তিনি একটি ব্লু-প্রিন্ট তৈরি করেছেন। ইতিমধ্যে তিনি কংগ্রেসের বিভিন্ন নেতার সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন বলে জানা গেছে। এমনকি দলের তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে সূত্রটি জানায়। তবে নির্বাচনের আগে দলীয় নেতাদের সঙ্গে কথা বলে পর্যবেক্ষক খুব সন্তুষ্ট যে নন, তাও প্রকাশ্যে এসেছে।
প্রদেশ কংগ্রেসের সূত্রটি জানায়, ১ নভেম্বর জিতেন্দ্র সিং দিল্লি থেকে সোজা চলে আসবেন ডিব্রুগড়ে। সেখানে উজান অসমের দলীয় বিধায়ক, প্রাক্তন বিধায়ক, বর্তমান ও প্রাক্তন সাংসদ, দলীয় নেতৃত্ব ও চা জনগোষ্ঠীর নেতাদের সঙ্গে জিতেন্দ্র সিং বৈঠকে মিলিত হবেন। রাতে ডিব্রুগড় কাটিয়ে পরদিন তিনি চলে যাবেন যোরহাটে। তিনি যোরহাটে উজান অসমের ৯টি জেলা কংগ্রেস কমিটির কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর এ দিন বিকেলেই তিনি নগাঁও চলে যাবেন। ৩ নভেম্বর বিকেলে জিতেন্দ্র সিং গুয়াহাটির উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যায় তাঁর প্রদেশ কংগ্রেসের কোর কমিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এরপর রাত ৮টায় তিনি মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই ও সেবা দলের যুব ব্রিগেডের সঙ্গে বৈঠক করবেন।