NE UpdatesBarak UpdatesBreaking News
ওয়াইফাই আওতায় তিনসুকিয়া, শিলচর স্টেশনে বসছে সিসি ক্যামেরা
৯ সেপ্টেম্বর : দেশের ৪০০০তম ওয়াইফাই রেলস্টেশন হল তিনসুকিয়া। খুব দ্রুতগতিতে এই কাজ শুরু করেছে রেল দফতর। প্রতিদিনই প্রায় ৮০ থেকে ৮৩টি স্টেশনকে ওয়াইফাই জোন করা হচ্ছে। এর মধ্যে ১২ দিনে ১০০০ স্টেশনে ওয়াইফাই চালু করা ভারতীয় রেলের রেকর্ড। রেলসূত্রে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুধুমাত্র হল্ট স্টেশন ছাড়া সব রেলস্টেশনেই ওয়াইফাই চালু করা হবে। প্রধানমন্ত্রীর ডিজিট্যাল ইন্ডিয়া কর্মসূচির আওতায় রেলমন্ত্রক দেশের বিভিন্ন রেলস্টেশনে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা চালু করেছে।
এদিকে শিলচর স্টেশনে আগেই চালু হয়েছে ওয়াইফাই। এ বার এই স্টেশনকে সিসি ক্যামেরার আওতায় আনার প্রক্রিয়া চলছে। এ নিয়ে কাজও শুরু হয়ে গেছে। তাছাড়া শিলচর রেলস্টেশনে একটি বড় আকারের এলইডি টিভি খুব শীঘ্রই বসানো হবে বলে রেলসূত্রে জানা গেছে।