India & World UpdatesAnalyticsBreaking News
ওভারসিজ কংগ্রেসের সভাপতি হিসেবে স্যাম পিত্রোদাকে পুনর্বহাল
নতুনদিল্লি, ২৬ জুন : কংগ্রেস নেতা স্যাম পিত্রোদাকে ফের ওভারসিজ কংগ্রেসের সভাপতি মনোনীত করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের সময় বিতর্কিত মন্তব্য করার পর তিনি পদত্যাগ করেছিলেন। স্যামের নিয়োগের ব্যাপারে কংগ্রেস একটি প্রেস বিবৃতি জারি করেছে। এতে প্রবীণ কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, কংগ্রেস সভাপতি স্যাম পিত্রোদাকে তাৎক্ষণিকভাবে ভারতীয় ওভারসিজ কংগ্রেসের সভাপতি হিসেবে পুনরায় নিয়োগ করেছেন।
এই নিয়োগের পর স্যাম পিত্রোদা বলেছেন, আমাকে পথ থেকে সরানো হয়নি। আমি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম, যা কংগ্রেস মেনে নিয়েছিল। আমার বয়স এখন ৮২। ফলে এখন আমি কোনও পদের জন্য লালায়িত নই। কিন্তু লোকজন আমাকে অনুরোধ করলে আমি এতে রাজি হই। নিজের করা মন্তব্য সম্পর্কে পিত্রোদা বলেছেন, আমি কোন বর্ণবাদের কথা বলিনি। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
উল্লেখ্য লোকসভা নির্বাচনের সময় শ্যাম পিত্র দার একটি ভিডিও সামনে এসেছিল। যেখানে তিনি বলেছিলেন, ভারত একটি অত্যন্ত বৈচিত্র্যময় দেশ। যেখানে পূর্ব ভারতে বসবাস করার লোকজন চীনের লোকদের মতো, পশ্চিমে বসবাসকারী লোকজন আরবদের মতো, উত্তর ভারতের লোকেরা শ্বেতাঙ্গদের মতো এবং দক্ষিণে বসবাসকারী লোকজন আফ্রিকান দের মতো। কিন্তু এ কোন বিষয় নয় আমরা সবাই এখানে ভাই বোনের মতো রয়েছি।’
তিনি আরো বলেছেন, আমরা পৃথক পৃথক ভাষা ধর্ম ও রীতির আওয়াজ কে সম্মান করি। এ এক নতুন ভারত, এই ভারতের উপর আমার ভরসা রয়েছে। যেখানে প্রত্যেকের সম্মান রয়েছে এবং যে কেউ কম বেশি সমঝোতা করে চলেন। উল্লেখ্য গত আট মে স্যাম পিত্রোদা ভারতীয় ওভারসিজ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।