India & World Updates

ওডিশার মাও অধ্যুষিত জেলা থেকে প্রথম মহিলা পাইলট অনুপ্রিয়া

১১ সেপ্টেম্বর : মাও অধ্যুষিত ওড়িশার মালকানগিরি জেলা থেকে এ অঞ্চলের প্রথম মহিলা পাইলট হিসেবে গোটা দেশের সামনে উদাহরণ তুলে ধরলেন অনুপ্রিয়া লাকরা। ২৭ বছরের অনুপ্রিয়া একটি বেসরকারি বিমান কোম্পানিতে কো-পাইলট হিসেবে যোগদান করেছেন। এভিয়েশন অ্যাকাডেমিতে ৭ বছর পড়ার পর লাকরা এই কাজে যোগ দেন। এর আগে তিনি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ভর্তি হলেও মাঝপথে তা ছেড়ে দিয়ে এভিয়েশন অ্যাকাডেমিতে যোগ দেন।

Rananuj

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক লাকরার এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘অনুপ্রিয়া লাকরার এই সাফল্যে আমি খুব খুশি। তাঁর এই সাফল্যের পেছনে অধ্যবসায় রয়েছে এবং এটি অনেকের কাছে উদাহরণ হয়ে উঠতে পারে।’ প্রসঙ্গত, অনুপ্রিয়া ওডিশা পুলিশের হাবিলদার মারিনিয়াস লাকরার কন্যা। মালকানগিরির একটি কনভেন্ট স্কুল থেকে মেট্রিক পাশ করেন অনুপ্রিয়া। এরপর সেমিলিগুড়া হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে এইচএস উত্তীর্ণ  হন। এ ব্যাপারে অনুপ্রিয়ার বাবা মারিনিয়াস বলেন, ‘আমরা এজন্য খুশি যে, একজন পাইলট হওয়ার তার স্বপ্ন এ বার সত্যে পরিণত হচ্ছে। খুব শীঘ্রই সে বিমান নিয়ে বিদেশে পাড়ি দেবে। একটি অনুন্নত এলাকা থেকে এভাবে সাফল্য পাওয়া খুব কঠিন। টানা ৭ বছরের কঠিন পরিশ্রমের জন্যই তা সম্ভব হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker