NE UpdatesAnalyticsBreaking News
ঐতিহাসিক ! সাধারণতন্ত্র দিবসে ডিব্রুগড়ে জাতীয় পতাকা তুলবেন মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ৫ জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে রাজ্য স্তরের কেন্দ্রীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই প্রথমবার সাধারণতন্ত্র দিবসে গুয়াহাটির বদলে ডিব্রুগড়ের খনিকর প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। গুয়াহাটির পর ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর সচিবালয় প্রতিষ্ঠার পর এবারই প্রথম মুখ্যমন্ত্রী সেখানে ২৬শে জানুয়ারির অনুষ্ঠানে যোগ দেবেন।
এ ব্যাপারে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিব্রুগড় জেলা প্রশাসন। জেলা কমিশনার বিক্রম কৈরি বলেন, এই প্রথম ডিব্রুগড়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে এটি এক যুগান্তকারী ঘটনা। তিনি এই উদযাপনকে সুন্দর রূপ দিতে সব বিভাগকে সমানভাবে কাজ করার অনুরোধ জানান। তাছাড়া বিভাগগুলোকে নিজেদের মধ্যে সমন্বয় বজায় রাখার কথাও বলেন তিনি।জেলাশাসক এ দিন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কথা বলেছেন।
এ ব্যাপারে ডিব্রুগড়ের স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী প্রশান্ত ফুকন বলেন, প্রটোকল অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী রাজধানী শহরেই জাতীয় পতাকা উত্তোলন করেন। কিন্তু এ বছর মুখ্যমন্ত্রী ডিব্রুগড়ে পতাকা তুলবেন, ফলে এটি এখানকার জনগণের জন্য এক গর্বের বিষয়। উল্লেখ্য, ডিব্রুগড়ের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগেন্দ্রনাথ হাজরিকা ও কেশব চন্দ্র গগৈও মুখ্যমন্ত্রী হিসেবে ডিব্রুগড়ে জাতীয় পতাকা তোলার সুযোগ পাননি।