NE UpdatesAnalyticsBreaking News
এ বার বঙাইগাওয়ে আলকায়দার ছায়া !!!
১৮ এপ্রিল ঃ রাজ্যের বিভিন্ন প্রান্তে জেহাদিদের ছায়া। এ বার বঙাইগাওয়ে ধরা পড়েছে আলকায়দার নেটওয়ার্ক। ত্রিপুরায় গ্রেফতার হওয়া তিনজন আনসারুল বাংলা টিমের সদস্যদের স্বীকারোক্তিতে এই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। বঙাইগাও পুলিশ সম্প্রতি গ্রেফতার হওয়া এই তিন ব্যক্তিকে জেরা করছে। গত ৮ এপ্রিল ত্রিপুরার সিপাহিজলা জেলা থেকে বঙাইগাও পুলিশ এই তিন জেহাদিকে আটক করেছিল। ত্রিপুরা পুলিশের সহায়তায় এদের আটক করার পর বর্তমানে বঙাইগাও পুলিশ এদের জিম্মায় নিয়েছে।
জানা গেছে, যোগীঘোপা থানায় দায়ের করা মামলার সূত্র ধরে পুলিশ এদের বিরুদ্ধে জোরদার তদন্ত শুরু করেছে। বরপেটায় ধৃত জেহাদির স্বীকারোক্তিতে লাভ তথ্যের ভিত্তিতে এই তিনজনকে আটক করা হয়। এই তিনজন গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বঙাইগাও জেলার অভয়াপুরি, যোগীঘোপা ইত্যাদি স্থানে ঘাঁটি গেড়ে জেহাদি কার্যকলাপ চালিয়েছিল। পুলিশের হাতে পাওয়া তথ্য অনুযায়ী, আলকায়দার সঙ্গে সম্পর্ক থাকা এবিটি নামের সংগঠনটি ইতিমধ্যে বঙাইগাও জেলায় স্লিপার সেল স্থাপন করেছে।
জেলা পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানান, এই জেহাদি সংগঠনটি নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত করার জন্যই বিভিন্ন স্থানে ব্লু-প্রিন্ট তৈরি করেছিল। ধৃত তিনজনকে সোমবার আদালতে তোলার পর পুলিশ নিজেদের জিম্মায় নিয়েছে।