NE UpdatesAnalyticsBreaking News

এপিএসসি : ফের তিন কর্তাকে তলব, তালিকায় করিমগঞ্জের এডিসি মিনার্ভা দেবী

গুয়াহাটি, ৯ ডিসেম্বর : ফের তিন সরকারি কর্তাকে তলব করল এস আই টি। এই তিন আধিকারিক হচ্ছেন করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক মিনার্ভা দেবী, হাইলাকান্দির ২১ আসাম পুলিশ ব্যাটেলিয়ানে কর্মরত আধিকারিক দীপঙ্কর দত্ত লহকর এবং গুয়াহাটির নির্বাচন বিভাগে কর্মরত ধীরাজ কুমার জৈন। এই তিনজনকে সোমবার এস আই টি তে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এপিএসসিতে বাঁকাপথে চাকরি নেওয়ার অভিযোগ রয়েছে এই তিনজনের বিরুদ্ধে।

Rananuj

এদিকে ২০১৪ সালে এ পি এস সি তে বাছাই হন মিনার্ভা দেবী আরাবামা। মিনার্ভা দেবী নন্দবাবু সিং এর কন্যা। রাকেশ পালের কার্যকালে এপিএসসি তে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন নন্দ বাবু সিং। ২০১৩ সালের মার্চ থেকে ২০১৫ সালের জুলাই পর্যন্ত নন্দ বাবু প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। এমনকি ২০২২ সালের আগস্ট মাসে বিপ্লব শর্মা কমিশন নন্দবাবু সিংকে জেরা করেছিল। এই নন্দবাবু সিং এর বিরুদ্ধে এপিএসসিতে ৪৯ হাজার পরীক্ষা বই জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল।

এদিকে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী গোষ্ঠী অর্থাৎ এস আই টি-র শুক্রবার ডিফু থেকে গ্রেফতার করা সেলটেক্স বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক ওয়াহিদা বেগমকে শনিবার গুয়াহাটির বিশেষ আদালতে হাজির করানো হয়। আদালত অভিযুক্ত ওয়াহিদা বেগমকে তিন দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। এস আই টি ওয়াহিদাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানিয়েছিল। বর্তমানে তাকে পানবাজার মহিলা পুলিশ থানায় রাখা হয়েছে বলে জানা গেছে। রবিবার তাকে পুনরায় জেরা করা হবে। নগাঁওয়ে সেল টেক্স সুপারিন্টেডেন্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ অনুযায়ী ২০১৪ সালের এপিএসসির মূল পরীক্ষায় ওয়াহিদার উত্তরপত্র ভুয়া ছিল। আসাম পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিকের স্ত্রী ২০১৪ সালে পরীক্ষা দিয়ে ২০১৬ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker