Barak UpdatesIndia & World Updates
এনআরসি হলেও শরণার্থীদের সুরক্ষার কথা সরকারকে ভাবতে হবেঃ বিনায়ক দেশপান্ডে
৭ জুনঃ এনআরসি নিয়ে উদ্বেগে রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় নেতৃত্ব। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিনায়ক রাও দেশপান্ডে-কে নানাভাবে এ কথাই বুঝিয়ে বলেন তাঁরা। দেশপান্ডে তিনদিনের সফরে বরাক উপত্যকায় এসেছেন। শুক্রবার শিলচরে শহরের বিশিষ্টজনদের সঙ্গে মত বিনিময় করেন। পরে স্থানীয় নেতাদের সঙ্গেও কথা বলেন।। দুই জায়গাতেই এনআরসি সঙ্কটের কথা উঠে আসে। উদাহরণ দিয়ে স্থানীয় নেতারা বলেন, শুধু নথি নেই বলে বহু প্রকৃত ভারতীয়কে বিদেশির সাজা ভুগতে হবে। ১৯৭১-র পর আসা শরণার্থীরা তো রয়েছেনই।
দেশপান্ডে তাঁদের আশ্বস্ত করেন, এনআরসি হলেও শরণার্থীদের যেন সঙ্কটে পড়তে না হয়, সে ব্যাপারে তাদের চাপ সৃষ্টি অব্যাহত রয়েছে। তাঁরা সরকারকে জানিয়ে রেখেছেন, শরণার্থী সুরক্ষাকে প্রাধান্য দিতে হবে। তিনি বলেন, অসমে এর সঙ্গে নানা রাজনীতি জড়িয়ে পড়ায় সমস্যা হচ্ছে। তবু পরিষদ তাদের অবস্থানে অনড়। এমনকী, নাগরিকত্ব সংশোধনী বিলের বয়ানে যে পরিবর্তন আনা হবে, তাতেও যেন শরণার্থীদের সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়, সে ব্যাপারে তাঁরা সচেষ্ট রয়েছেন বলে দেশপান্ডে জানান। তাঁর খোলামেলা কথা, আমাদের মূল বক্তব্যই হল হিন্দু বাঁচাও। এর সঙ্গে কোনও ধরনের আপস চলবে না।
ভিএইচপি-র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ দিন তাঁর বক্তৃতায় পুজোপাঠের সঙ্গে ধর্মরক্ষায়ও জোর দিতে হিন্দুদের প্রতি আহ্বান জানান।