Barak UpdatesBreaking News

এনআরসি: দীর্ঘ মিছিলে শহর আন্দোলনমুখর
NRC: Mass rally rock the streets of Silchar

১৩ নভেম্বর: এনআরসি-র নামে বাঙালিদের হয়রানির প্রতিবাদে বিশাল মিছিল মঙ্গলবার শিলচর শহর পরিক্রমা করে। ইন্ডিয়া ক্লাবের মাঠে যত মানুষ জমায়েত হন, মিছিল বের হওয়ার পর স্থানে স্থানে এর কলেবর বাড়ে। শহরের বিশিষ্টজন থেকে সাধারণ মানুষ—দলে দলে পা মিলিয়েছেন।

নারী-পুরুষ, স্কুলছাত্র-বৃদ্ধ, অধ্যাপক -শিক্ষক থেকে শ্রমিক-দিনমজুর একযোগে আওয়াজ দেন, এনআরসির নামে হয়রানি বন্ধ করো। দাবি ওঠে, পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষিতে খসড়াছুটদের আবেদনের সময়সীমা দুই মাস বাড়াতে হবে। ডিটেনশন ক্যাম্প বন্ধ করো, সন্দেহের বশে ডি ভোটার বানানো বন্ধ করো, জন্মের শংসা পত্রে সময় বেঁধে দেওয়া চলবে না —-ইত্যাদি স্লোগানে গলা মেলান অসংখ্য মানুষ। মিছিল সেন্ট্রাল রোড, হাসপাতাল রোড ধরে এগোয়।

পরে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে চিত্তরঞ্জন রোটারির  সামনে শেষ হয়। সেখানে বিভিন্ন বক্তা নাগরিকদের বিভিন্ন সমস্যার ওপর আলোকপাত করেন।

Pic Credit:Eagle

সামনে থেকে আজকের মিছিলে নেতৃত্ব দিয়েছেন সিআরপিসিসির সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের শীর্ষকর্তা সুব্রত ভট্টাচার্য, সনত কৈরি, কিশোর ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, সুব্রত নাথ, শরিফুজ্জামান লস্কর, পার্থরঞ্জন চক্রবর্তী, ইমাদউদ্দিন বুলবুল, সীমান্ত ভট্টাচার্য, মাধব ঘোষ, ভবতোষ চক্রবর্তী, তমোজিত সাহা, প্রশান্ত ভট্টাচার্য প্রমুখ।

Video Credit:Eagle

প্রাক্তন পুরপ্রধান তমাল বণিক উপস্থিত ছিলেন তাঁর সাংস্কৃতিক সংগঠন নান্দনিক সভ্যদের নিয়ে। রাহুল দাশগুপ্ত হাঁটেন দক্ষিণ শিলচরের নাগরিক হিসেবে। মাতৃভাষা সুরক্ষা সমিতি, ফোরাম ফর সোশ্যাল হারমনি, সিপিএম, সিপিআই, এসইউসিআই ও তার শাখা সংগঠন, শিলচর জেলা কংগ্রেস সহ বহু সংগঠন নিজেদের ব্যানার নিয়ে অংশ নেয়। অনেকে দল বেঁধে উপস্থিত ছিলেন ব্যানার ছাড়াই। প্রচুর শিক্ষক-শিক্ষিকা যেমন ছিলেন, তেমনি প্রচুর ছাত্রছাত্রীও পথে নেমে আসে। শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িত অনেকে ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। বেশ কিছু অবাঙালিকেও দেখা গিয়েছে তাঁদের সঙ্গে পা মেলাতে।

Video Credit:Eagle

শিলচরের মিছিলে ব্রহ্মপুত্র উপত্যকার এক প্রতিনিধি দলও অংশ নেয়। চিত্ত পাল তাঁদের নেতৃত্ব দেন। সিআরপিসিসি-র এই মিছিলকে সার্থক করে তুলতে এসইউসিআই যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল, তা স্পষ্ট ধরা পড়ে।  মূলত তাঁদের প্রয়াসে কাছাড়ের বিভিন্ন প্রান্তের জনগণ উপস্থিত ছিলেন এই মিছিলে।

সিআরপিসিসি-র মিছিলে এ দিন যোগ দেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, নান্দনিক, গণসুর, দ্বিরালাপ, দশরূপক , মাতৃভাষা সুরক্ষা সমিতি,  মজুরি শ্রমিক ইউনিয়ন, বরাক হিউম্যান রাইটস প্রোটেকশন কমিটি, নিঃস্বার্থ নাগরিকত্ব দাবি কমিটি, হিউম্যানিটি ফাউন্ডেশন, কোরাস, ইয়াসি, এআইএমএসএস, মহিলা কংগ্রেস, এআইডিওয়াইও, আইএনটিইউসি, এ আই টি ইউ সি, এ আই ইউ টি ইউ সি, চেতনা সহ বিভিন্ন সংগঠনের কর্মী-সমর্থকরা । মিছিলের শুরুতে বক্তব্য রাখেন সি আর পি সি সি’র সভাপতি তপোধীর ভট্টাচার্য, সারা আসাম বাঙালি ছাত্র যুব ফেডারেশনের উপদেষ্টা চিত্ত পাল, সভাপতি দীপক দে। মিছিলে পা মেলান বি টি কলেজের প্রাক্তন অধ্যক্ষ দিলীপ দে, মিহির লাল রায়, রফিক আহমেদ, শ্রীনিবাস কর, পৌর কমিশনার সজল বণিক, প্রাক্তন পৌর কমিশনার সঞ্চিতা আচার্য, রঞ্জিত রায়, শিহাব উদ্দিন আহমেদ, প্রদীপ কুমার দেব, শরিফুজ্জামান লস্কর, নির্মল কুমার দাস, বিকাশ ভট্টাচার্য, শ্যামদেও কুর্মী, মুক্তালাল ভট্টাচার্য, চিত্রভানু ভৌমিক, অধ্যাপক অজয় রায়, বিশ্বজিত দাস, রেবা নাথ, হিল্লোল ভট্টাচার্য, সঞ্জীব দেব লস্কর, ফারুক লস্কর, নীলাদ্রি রায়, তুহিনা আচার্য, রাজেশ সিনহা, মাধব ঘোষ, দুলালী গাঙ্গুলী, মধুসূদন কর, প্রশান্ত ভট্টাচার্য, গৌর চন্দ্র দাস সহ বহু বিশিষ্ট মানুষ। মিছিলের শেষে জমায়েত জনতাকে ধন্যবাদ জানান যৌথ আন্দোলন পরিচালন সমিতির পক্ষে তপোধীর ভট্টাচার্য, অজয় রায় ও শরিফুজ্জামান লস্কর । পরে এক প্রতিনিধি দল জেলাশাসকের মাধ্যমে আরজিআই’র নিকট একটি স্মারকপত্র প্রেরণ করে ।

November 13: A mass rally organised by Joint Movement Organizing Committee formed by Citizens Rights Protection Coordination Committee (CRPCC), Assam rocked the streets of Silchar on Tuesday. The main objective of organizing the mass rally was to protest against the harassment meted out to the Bengali community of Assam in the name of NRC. The rally began from India Club Field, Silchar and after moving through the heart of the town concluded near Chittaranjan statue at National Highway point.

As the rally proceeded, it gradually started to grow long. People from every walk of life took part in this rally. It is estimated that around 1500 to 2000 people walked on the streets asserting their demands. Men-women, school students, elderly, teachers, labourers all raised slogans in chorus.

Slogans were raised to accept any other relevant document as valid for proving one’s citizenship along with the 15 documents accepted by the Supreme Court in this regard, to reject the decision of re-examining 10 percent of the documents of those persons whose names have already appeared in the final draft list of NRC published on 30 July, to examine the documents of those whose names were not included in the final draft with a legal framework, to arrest those involved in merciless massacre at Dhola in Tinsukia and to give them exemplary punishment, objections raised by any persons if found to be false should be given punishment as per the main clauses of the Indian Citizenship Act etc.

Many organizations and individuals also joined the rally as it moved along various points of the town. The entire atmosphere seemed to be surcharged with the slogans. Even the youth who are often alleged to be indifferent to social movements were heard to shout at the top of the voices. They raised many slogans, such as, to shut down the inhuman detention camps,  to stop the unconstitutional procedure of ascribing ‘D’ status, no time frame to be imposed for proving family linkage, NRC process to be completed under the jurisdiction of the Supreme Court, time schedule for filing claims to be enhanced by another two months, reasons should be specified for non-inclusion of names in NRC, and the state to ensure security of all the citizens.

The mass rally was led from the front by the President of CRPC-Prof. Tapodhir Bhattacharjee-former Vice Chancellor of Assam University, Central President of Barak Upottaka Banga Sahitto O Sanskriti Sammelan-Dr. Sourindra Kumar Bhattacharjee, Kishore Bhattacharjee, Sarifujjaman Laskar, Partha Ranjan Chakraborty, Simanta Bhattacharjee, Madhab Saha, Bhobotosh Roy, Tamojit Saha, Prashanta Bhattacharjee and others.

Pic Credit:Eagle

Former Municipal Chairperson, Tamal Kanti Banik also participated in this rally along with the members of Nandanik. Rahul Das Gupta joined the rally as a citizen ftom South Silchar. A huge contingent from District Congress Committee also took part in this rally. Various other organizations, such as, Matribhasha Surakhha Samiti, Forum for Social Harmony, SUCI etc also joined in large numbers. Many others were also present in groups but without any banner. A huge number of teachers and students also took part in this mass rally spontaneously. Many cultural activists too matched their steps. A team from Brahmaputra Valley led by Chitta Paul was also present in this protest rally.

Pic Credit:Eagle

 

Related Articles

2 Comments

  1. শুরুতে একটা জায়গায় ডিটেনশন ক্যাম্পের স্হানে ডিসেম্বর হয়ে গেছে। সম্ভব হলে সংশোধন করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker