Barak UpdatesBreaking News
এনআরসি : গণ আন্দোলনের পথেই যাবে সিআরপিসিসি
২২ সেপ্টেম্বর : আজ সিআরপিসিসি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি তপোধীর ভট্টাচার্যের পৌরোহিত্যে সংগঠনের এক জরুরি সভা শিলচরের পেনশনার্স ভবনে অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত সদস্যরা সুপ্রিম কোর্টের ১৯ সেপ্টেম্বরের শুনানি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
৫টি গুরুত্বপূর্ণ নথি বাদ দিয়ে ১০টি অস্তিত্বহীন দলিলের ভিত্তিতে আবেদনপত্র জমা দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে, এতে এনআরসি ছুটরা যে মারাত্মক সংকটের সম্মুখীন হয়েছেন তা সবিস্তারে বর্ণনা করা হয়। তাঁরা উদ্বেগ প্রকাশ করে বলেন, এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হবে, এমন আশংকা কারও ছিল না। যদিও মহামান্য সুপ্রিম কোর্ট এ ব্যাপারে পরবর্তী শুনানি আগামী ২৩ অক্টোবর ধার্য করেছেন, তাই সিআরপিসিসি’র অভিমত যে, ৫টি নথি সংক্রান্ত রায়দান শেষ না হওয়া পর্যন্ত আবেদন জানানোর প্রপত্র পূরণ স্থগিত রাখতে হবে। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে এই মারাত্মক সংকট নিরসনে দেশের রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করা হবে।
সভায় আগামীতে রাজ্যের ভাষীক ও ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত প্রতিহত করতে যৌথভাবে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ পরিচালনা কমিটি গঠন করা হয় ।
উল্লেখ্য, পরিচালন কমিটি গঠনের সিদ্ধান্ত গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত যৌথ সভায় গ্রহণ করা হয়েছিল। এছাড়াও সংগঠনের পক্ষে আগামীতে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সভায় উপস্থিত ছিলেন সাধন পুরকায়স্থ, শিহাব উদ্দিন আহমেদ, নীলাদ্রি রায়, সুব্রত চন্দ্র নাথ, অরুণাংশু ভট্টাচার্য, শ্যামদেও কুর্মী, গোপাল পাল, তুষার দাস, অজয় রায়, বিষ্ণুপদ দত্ত পুরকায়স্থ, নন্দন নাথ , আব্দুল কালাম তাপাদার, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ।