Barak UpdatesAnalyticsBreaking News

এডিআরই : হাইলাকান্দির ৫৩২৭ পরীক্ষা দেবেন শিলচরে, বিশেষ ট্রেন-বাসের ব্যবস্থা

ওয়ে টু বরাক, ২৮ সেপ্টেম্বর : রবিবার শিলচরে অনুষ্ঠেয় আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনে (এডিআরই) যোগ দিতে হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য ট্রেন এবং ট্রাভেলার বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে ট্রেনটি রবিবার ভোর ৫টায় হাইলাকান্দি রেলস্টেশন থেকে শিলচরের উদ্দেশে যাত্রা করবে। পাশাপাশি রবিবার হাইলাকান্দি  জেলার চারটি বাসস্ট্যান্ড থেকে পাঁচ মিনিট অন্তর অন্তর বাস শিলচরের উদ্দেশে যাত্রা করবে।
হাইলাকান্দি শহরের কলেজ রোড বাসস্ট্যান্ড থেকে ভোর পাঁচটা থেকে ১০/১৫ মিনিট অন্তর অন্তর ৩৫টি ট্রাভেলার বাস কাটাখাল হয়ে চালানো হবে। কলেজ রোড বাসস্ট্যান্ড সংক্রান্ত কাজে ফোন নম্বর ৭০০২৩১৬৫০৪ অথবা ৭০০২০৮২০২১-এ যোগাযোগ করা যাবে‌। হাইলাকান্দি শহরের গাছতলা বাস স্ট্যান্ড থেকে ২০টি ট্রেভেলার বাস ধোয়ারবন্দ হয়ে শিলচরের উদ্দেশে ছাড়বে। গাছতলা বাসস্ট্যান্ডের  জন্য ৮৮৭৬১১০৫৫১ নম্বরে যোগাযোগ করা যাবে।
অনুরূপভাবে লালাবাজার বাসস্ট্যান্ড থেকে ১৫টি ক্রুজার ধোয়ারবন্দ হয়ে শিলচরের উদ্দেশে চলবে। লালাবাজার বাসস্ট্যান্ডের জন্য ফোন নম্বর ৬০০০৭৯৫৯০৭-এ যোগাযোগ করা যাবে। ঘাড়মুরা থেকে কাটাখাল হয়ে ১৫টি ট্রেভেলার বাস চালানো হবে। এই স্ট্যান্ডের জন্য ফোন নম্বর ৭০০২৩১৬৫০৪-এ যোগাযোগ করা যাবে।
এ দিকে ট্রেনটি শিলচর থেকে বিকেল সাড়ে ৩টায় হাইলাকান্দির উদ্দেশে ফিরতি যাত্রা করবে। পরীক্ষার্থীদের নিজের থেকে বাস ও ট্রেন ভাড়া দিয়ে এই বিশেষ সুযোগ নিতে প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, হাইলাকান্দি জেলার ৫৩২৭ জন প্রার্থী রবিবারের  নিয়োগ পরীক্ষায় শিলচরের কেন্দ্রগুলিতে অবতীর্ণ হচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker