NE UpdatesAnalyticsBreaking News
এটাই শেষ সুযোগ, মহামারি থেকে বাঁচতে আর সুবিধা পাবেন না রাজ্যের মানুষ : মুখ্যসচিব
২৮ জুন : আসামের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ বলেছেন, করোনা মহামারি থেকে রক্ষা পেতে এটাই শেষ সুযোগ। এরপর রাজ্যের মানুষ আর কোনও সুবিধা পাবেন না। জনতা ভবনে নিজের কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এ পর্যন্ত রাজ্যে ৭ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন। গুয়াহাটিতে এই হার সবচেয়ে বেশি। আর সেজন্যই গুয়াহাটিতে লকডাউন জারি করতে বাধ্য হয়েছে সরকার।
তিনি বলেন, এখনও যদি রাজ্যের মানুষ লকডাউন না মানেন, সামাজিক দূরত্ব বজায় রেখে না চলেন, তাহলে করোনার হাত থেকে রক্ষা পেতে আর কোনও সুবিধা পাবেন না জনগণ। তিনি জনগণকে লকডাউন কঠোরভাবে পালন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সারা রাজ্যে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করা হয়েছে। এই সান্ধ্য আইন অনির্দিষ্টকালীন লাগু করা হয়েছে। তিনি জানান, রাজ্যের সব জেলাশাসক ও পুলিশ সুপারদের লকডাউন কঠোরভাবে বলবত করার নির্দেশ। দেওয়া হয়েছে।