NE UpdatesAnalyticsBreaking News
এক বছরে ৪৮৮ জন সর্পদংশনের শিকার নলবাড়িতে
ওয়ে টু বরাক, ২৭ মে : নলবাড়িতে মারাত্মকভাবে বেড়েছে সর্পদংশনের ঘটনা। এই জেলায় পাহাড় বা কোনও বন না থাকার জন্যই বৃদ্ধি পাওয়া সর্পদংশনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য নলবাড়ি মেডিক্যাল কলেজে গত এক বছরে সর্পদংশনের শিকার হওয়া ৪০০ ব্যক্তি চিকিৎসা গ্রহণ করেছেন। হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মোট ৪৮৮ জন সর্পদংশনের কবলে পড়ে চিকিৎসা গ্রহণ করেছেন।
তথ্য অনুযায়ী, জেলার ২৭৭ জন পুরুষ ও ২১১ জন মহিলা সাপের কামড়ে জখম হয়েছেন। তবে এদের মধ্যে একজনেরও সাপের কামড়ে মৃত্যু হয়নি বলে চিকিৎসক জানিয়েছেন। নলবাড়ি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবরুয়া বলেছেন, হাসপাতালে আসা বেশিরভাগ মানুষই বিষহীন সাপের দ্বারা আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, এই জেলায় পাহাড় বা ঘন জঙ্গল না থাকায় এবং যে জলাশয় গুলো রয়েছে সেগুলোও ক্রমে ভর্তি করে ফেলায় সর্পদংশনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাপে কামড় দিলে ওঝার কাছে না গিয়ে প্রথমে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে মেডিক্যাল অধ্যক্ষ জনগণকে আহ্বান জানিয়েছেন।