NE UpdatesAnalyticsBreaking News
এইচএস প্রথম বর্ষের পরীক্ষা বাতিলই, ইউনিট টেস্ট দিয়ে বাকি পরীক্ষার মূল্যায়ন

গুয়াহাটি, ৪ এপ্রিল : উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষা শেষমেশ বাতিলই করা হলো। শুক্রবার অসম রাজ্য বিদ্যালয়ের শিক্ষা পরিষদ এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা ঘোষণা করেছে। পঞ্চায়েত নির্বাচনের জন্যই উচ্চতর মাধ্যমিকের এই পরীক্ষা বাতিল করা হয়েছে। পরিষদের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে পরীক্ষা সংক্রান্ত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পঞ্চায়েত নির্বাচনের পর বাকি থাকা পরীক্ষাগুলো আয়োজন করা অত্যন্ত কঠিন হবে। সেজন্যই বোর্ড বাকি থাকা পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
অবশ্য পরীক্ষা সম্পূর্ণ করার জন্য বেশকিছু প্রক্রিয়া গ্রহণ করা হবে। মার্চে প্রথম বর্ষের অনুষ্ঠিত বিষয়গুলোর পরীক্ষায় অবতীর্ণ হওয়া সব শিক্ষার্থী ২০২৬ সালের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় বসতে অনুমতি দেওয়া হবে। ইউনিট টেস্ট পরীক্ষার নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে বাতিল হওয়া বিষয়গুলোর নম্বর। তবে অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোর মার্কশিট লাভ করবে ছাত্রছাত্রীরা।
যদি প্ৰতিষ্ঠান বা শিক্ষাৰ্থীরা বাকি থাকা বিষয়গুলোর ক্ষেত্রে নিজেকে যাচাই করতে চান, তাহলে অধ্যয়ন ও অনুশীলনের জন্য তারা নিজ নিজ কলেজ থেকে প্ৰশ্নপত্র সংগ্ৰহ করতে পারবে।অৱশ্য, যেসব প্ৰতিষ্ঠানের বিরুদ্ধে নিৰ্ধারিত তারিখ ও সময়ের আগে প্ৰশ্নপত্রের বান্ডুল খোলার তদন্ত চলছে, তাদের অধ্যয়ন ও অনুশীলনের জন্য কলেজ থেকে প্ৰশ্নপত্রের কোনও প্যাকেট সংগ্ৰহ করতে অনুমতি দেওয়া হবে না।