Barak UpdatesBreaking News
উন্মত্ত হাতির চিকিৎসায় সেই গ্রামেরই মানুষ
১৭ ডিসেম্বর : রাজ্যের বিভিন্ন প্রান্তে বুনো হাতি ও সাধারণ মানুষের মধ্যে একের পর এক সংঘাতের ঘটনা নতুন নয়। কিন্তু করিমগঞ্জে দেখা গেল ঠিক এক বিপরীত চিত্র। স্থানীয় জনগণ ও বন বিভাগের চিকিতসকরা মিলে চিকিৎসা করলেন এক বুনো হাতির। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের ভারত বাংলাদেশ সীমান্তের আদমটিলার ঘন জঙ্গলের মধ্যে চলছে এক বুনো হাতির চিকিৎসা।
বন বিভাগের সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে অসুস্থ এই বুনো হাতিটি। ফলে এই হাতির চিকিতসায় গুয়াহাটি থেকে এখানে এসেছেন একদল বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁদের তত্ত্বাবধানেই চলছে হাতির চিকিৎসা। ইতিমধ্যেই হাতিটি চিকিতসায় যথেষ্ট সাড়া দিয়েছে বলেও বন বিভাগের সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার বাসিন্দারা গত কিছুদিন ধরে ৬টি বুনো হাতির তাণ্ডবে অতীষ্ঠ। হাতির উপদ্রবে রাতের পর রাত এই এলাকার মানুষকে জেগে কাটাতে হচ্ছে। প্রায় ৬-৭ বছর ধরে বুনো হাতির দল এই অঞ্চলের বিভিন্ন গ্রামে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। মাঠের ফসল নষ্ট করছে। এমনকি বহু মানুষের ঘরবাড়ি তছনছ করে দিয়েছে। কিন্তু এই দলের একটি হাতির চিকিৎসায় কিন্তু এগিয়ে এসেছেন এইসব গ্রামেরই মানুষ।