Barak UpdatesAnalytics
উত্তরপূর্বের দেশীয় ভাষার উন্নয়নে কর্মশালা আসাম বিশ্ববিদ্যালয়ে
ওয়ে টু বরাক, ১৮ মার্চ : উত্তর-পূর্ব ভারতের দেশীয় ভাষাগুলির উন্নয়ন ও সংরক্ষণের লক্ষ্য নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ব বিভাগ এবং কেন্দ্র সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ভারতীয় ভাষা সমিতির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ব বিভাগে ‘মেটিরিয়াল প্রডাকশন ফর স্পেশাল পারপাসেস ইন নর্থইষ্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুইজেস’ নামের তিন দিনের একটি কর্মশালা শুরু হয়েছে। এ দিন বিভিন্ন সম্প্রদায়ের ১০ জন আমন্ত্রিত অতিথি ভাষা বিশেষজ্ঞ সহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে কর্মশালাটি শুরু হয়। শনিবার কর্মশালার শেষদিন।
শুক্রবার কর্মশালায় যোগ দিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ বলেন, নির্দিষ্ট কিছু ভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করার কোনও বাধ্যবাধকতা নেই। দেশীয় ভাষা গুলির উন্নয়ন করা হলে বিভিন্ন জাতি গোষ্ঠীর জনগণ নিজ নিজ ভাষায় শিক্ষাগ্রহণ করে লাভবান হতে পারবেন। দেশীয় ভাষাগুলির উন্নয়নে এগিয়ে আসায় এ দিন ভারতীয় ভাষা সমিতির ভূয়সী প্রশংসা করেন উপাচার্য পন্থ।
দেশীয় কথিত ভাষাগুলিকে লিখিতভাবে রূপান্তরের বিভিন্ন পদক্ষেপ বিস্তারিতভাবে তুলে ধরে বক্তব্য রাখেন ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় ভাষা সমিতির প্রধান কোর্ডিনেটর অধ্যাপক অবদেশ মিশ্র। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ব বিভাগের প্রধান ডাঃ কে এইচ ধীরেন সিংহ, রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল অব ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারাল স্টাডিজের ডিন অধ্যাপক অজিত কুমার বৈশ্য, অধ্যাপক গণেশ ভাষ্করণ, অধ্যাপক পারমিতা পুরকাইত, অধ্যাপক মেরিকিম হাকওইপ, অধ্যাপক মনালি লাইলংবাম।
কর্মশালায় ডিমাসা, মণিপুরি ও রংমাই নাগা ভাষা বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন মণিপুর বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ব বিভাগের অধ্যাপক সুরমঙ্গল শর্মা, এন ধীরেন সিংহ, কে নন্দবাবু সিংহ, মনিয়ার সিংহ, দিব্যজ্যোতি বর্মন, বিকাশ রঞ্জন বর্মন, মুকুল রঞ্জন বর্মন, আসাম রংমাই নাগা সাহিত্য সভার সাধারণ সম্পাদক পাওগুই রংমাই এবং কামেই লুংথাউ রংমাই।