Barak UpdatesBreaking News
উৎসবমুখর কাঁচাকান্তি মন্দির, ভক্তদের ঢল
২৯ ডিসেম্বর : উধারবন্দ কাচাকান্তি মন্দিরের ৪০তম বার্ষিক উৎসব শনিবার থেকে শুরু হয়েছে। এ দিক সকাল ৯টা থেকে পুজো শুরু হয়। এরপর সকাল ১০টা থেকে বেলা বিকেল তিনটে পর্যন্ত ছিল সপ্তসতী চণ্ডী মহাযজ্ঞ। এই মহাযজ্ঞ দেখতে ভক্তদের ভিড় উপচে পড়ে। সন্ধ্যায় ছিল আরতি ও মহাযজ্ঞ। এতেও প্রচুর সংখ্যক ভক্তরা উপস্থিত ছিলেন।
এ দিকে উৎসব উপলক্ষে স্থানীয় প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ বিশেষ শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বরে বসানো হয়েছে সিসি ক্যামেরা। মন্দির এলাকা ও পাশের রাস্তায় সিআরপিএফ টহলের ব্যবস্থা করা হয়। তাছাড়া ভিড় মোকাবিলায় মন্দিরের সামনের রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ দিকে, রবিবারও একইভাবে সকাল ন’টা থেকে পূজাপাঠ শুরু হবে। এরপর কীর্তনানুষ্ঠান, ভোগ, প্রসাদ বিতরণ, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি থাকবে। উদোক্তারা আশাপ্রকাশ করে বলেছেন, শনিবার মন্দির চত্বরে আসা পুণ্যার্থীদের তুলনায় রবিবার দ্বিগুণ সংখ্যায় ভক্তরা সামিল হবেন।