NE UpdatesAnalyticsBreaking News
উচ্চতর মাধ্যমিকের কৃতী ছাত্ররাও এ বার পাচ্ছে স্কুটি : পেগু
১৯ অক্টোবর : উচ্চতর মাধ্যমিকে উত্তীর্ণদের জন্য বড় সুখবর দিয়েছে রাজ্য সরকার। এ বার প্রজ্ঞা ভারতী প্রকল্পের অধীনে কৃতীদের স্কুটি বিতরণ করা হবে। বুধবার ক্যাবিনেট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু জানিয়েছেন, উচ্চতর মাধ্যমিকে এ বছর মেয়েদের সঙ্গে ছেলেরাও স্কুটি পাবে।
তিনি জানান, ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগের বছরের মতো এ বারও ছাত্রীরা প্রথম বিভাগে উত্তীর্ণ হলেই স্কুটি পাবে। তবে ছাত্রদের বেলায় স্কুটি পেতে হলে ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পেতে হবে। শিক্ষামন্ত্রী পেগু বলেন, সারা রাজ্যে মোট ৩৫,৮০০টি স্কুটি বিতরণ করা হবে। রাজ্যের ২৯,৭৪৮ জন ছাত্রী ও ৬০৫২ জন ছাত্র এই স্কুটি পাবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী ৩০ নভেম্বর কামরূপ মেট্রো জেলা থেকে এই স্কুটি বিতরণ কার্যসূচি শুরু হবে। এরপর ক্রমান্বয়ে রাজ্যের অন্য জেলাতেও এই কর্মসূচি চলবে।