Barak UpdatesAnalyticsBreaking News
ইয়াসির উদ্যোগে মেগা ধামাইল বরাকের তিন জেলায়
ওয়ে টু বরাক, ৩০ জানুয়ারি ঃ বরাকের তিন জেলায় বড়মাপের ধামাইল উৎসব আয়োজন করতে চলেছে ইয়ুথ অ্যাগেনস্ট সোশিয়াল ইভিলস অর্থাৎ ইয়াসি। এর সহযোগিতায় রয়েছে বরাক সংস্কৃতিপ্রেমী মঞ্চ। এ নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। সূচি অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি ধামাইল উৎসব হবে করিমগঞ্জে, ১৮ ফেব্রুয়ারি হাইলাকান্দিতে এবং শিলচরে ২৪ ফেব্রুয়ারি। গ্র্যান্ড ফাইনাল ২৫ ফেব্রুয়ারি হবে চিলড্রেন পার্কে। করিমগঞ্জ ও হাইলাকান্দি থেকে সেরা ৫টি দল এবং শিলচরের ১০টি দলকে টপ ফাইনালের জন্য নির্বাচিত করা হবে।
ধামাইল উৎসব উপলক্ষে একটি কমিটিও গঠন করা হয়েছে। এর অর্গানাইজিং কমিটির মুখ্য উপদেষ্টা রসরাজ দাস, মুখ্য আহ্বায়ক গৌতম সরকার, আহ্বায়ক সঞ্জীব রায় ও অঙ্কিতা ভট্টাচার্য পুরকায়স্থ, চেয়ারম্যান কৃষ্ণেন্দু নাথ, কো-চেয়ারম্যান বন্দিতা ত্রিবেদী রায়, প্রচার সাব কমিটির আহ্বায়ক কমলেশ দাস। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, করিমগঞ্জে ধামাইল উৎসবের সহযোগিতায় থাকবে নেতাজি স্পোর্টিং ক্লাব ও হাইলাকান্দিতে সহযোগিতায় রয়েছে বিবেকানন্দ এনজিও।
ধামাইল প্রতিযোগিতায় সেরা দলকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৭ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা। তাঁদের কথায়, নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতেই এই উৎসবের আয়োজন করা হচ্ছে।