Barak UpdatesSportsBreaking News
ইন্ট্রা বরাক হকি কাল
২৭ জানুয়ারি : হরগোবিন্দ স্মৃতি আন্তঃক্লাব হকির পর এবার ইন্ট্রা বরাক হকি প্রতিযোগিতা করছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। হাইলাকান্দি , করিমগঞ্জ , শিলচর ও লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থার দল নিয়ে একদিনে দুটি প্রতিযোগিতা করছে তারা। একটি প্রতিযোগিতা হলো এস বি দেবরায় স্মৃতি পুরুষ হকি প্রতিযোগিতা এবং অপরটি হলো প্রমোদচন্দ্র নাথ মহিলা হকি প্রতিযোগিতা। দুটি প্রতিযোগিতাই হবে আগামীকাল বৃহস্পতিবার।
কিছুদিন আগে বরাক উপত্যকা ভিত্তিক বরাক ভলিবল প্রতিযোগিতা করেছিল ডিএসএ। তাতে সাফল্য পায় তারা। এই সাফল্যের প্রেক্ষিতেই ইন্ট্রা বরাক হকি করার চিন্তাভাবনা করে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। দুটি হকি প্রতিযোগিতার মধ্যে এস বি দেবরায় পুরুষ হকিতে অংশ নিচ্ছে চারটি দল। শিলচর , হাইলাকান্দি, করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন এবং লক্ষীপুর ডিএসএ। খেলা শুরু হবে সকাল এগারোটায়। এই প্রতিযোগিতা স্পনসর করছেন সিদ্ধার্থ দেবরায়।
ফাইনাল হবে ফ্লাড লাইটে। ফ্লাড লাইটের পুরো খরচ বহন করছেন ডিএসএ সভাপতি বাবুল হোড় ও প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা। অন্যদিকে, করিমগঞ্জ ও লক্ষ্মীপুর ডিএস এ-র মহিলা দল না থাকায় মহিলা হকিতে অংশ নিচ্ছে শিলচর ও করিমগঞ্জ। তাদের একটি ম্যাচ হবে। সেই ম্যাচই ফাইনাল হিসেবে বিবেচিত হবে।