NE UpdatesAnalyticsBreaking News
ইন্টারনেট নেই ! ৮ জেলার ২৬৯টি স্কুলকে শিক্ষাসেতু অ্যাপে হাজিরা থেকে রেহাই
গুয়াহাটি, ৭ জুলাই : ইন্টারনেটের সুবিধা নেই, অথচ উপস্থিতি দিতে হবে অ্যাপে। তা সম্ভব না হলেও উপস্থিতি না দেওয়ার জন্য বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু স্কুলে ইন্টারনেট সুবিধা না থাকার কথা জানার পর শেষমেশ নির্দেশ প্রত্যাহার করল শিক্ষা বিভাগ।
দুদিন আগে শিক্ষা বিভাগ সরকারি শিক্ষা সেতু অ্যাপে উপস্থিতি না দেওয়া ৩৩টি জেলার ৪৯০৭ জন শিক্ষকের বেতন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু এখন সেই নির্দেশ থেকে আটটি জেলার ২৬৯টি বিদ্যালয়কে ছাড় দেওয়া হয়েছে। কারণ এই ২৬৯টি বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ নেই। ফলে এই স্কুলগুলোর শিক্ষকরা শিক্ষা সেতু অ্যাপে কিভাবে উপস্থিতির স্বাক্ষর করবেন। কিন্তু এ বিষয়টি না জেনেই শিক্ষাবিভাগ তাদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল।
নতুন নির্দেশ অনুযায়ী, ইন্টারনেট সংযোগ না থাকা বিদ্যালয়গুলোর শিক্ষকদের এখন থেকে শিক্ষা সেতু অ্যাপে উপস্থিতি না দিলেও চলবে। এর বিপরীতে তাদের অফলাইনে উপস্থিতির স্বাক্ষর করতে হবে। বিদ্যালয়ে গিয়ে অফলাইনে উপস্থিতির স্বাক্ষর করলেই হবে। ইন্টারনেট সংযোগ না থাকা ২৬৯টি বিদ্যালয় যে আটটি জেলায় রয়েছে সেগুলো হচ্ছে, কামরূপ মেট্রো, ডিমা হাসাও, গোয়ালপাড়া, কাছাড়, কামরূপ, কার্বি আংলং, কোকরাঝাড় ও শোণিতপুর। উল্লেখযোগ্য বিষয় হলো, কামরূপ মেট্রো জেলায় ইন্টারনেট সংযোগ না থাকা প্রায় দশটি বিদ্যালয়ে রয়েছে।
মাত্র একদিন আগেই রাজ্যের শিক্ষা বিভাগ ৪৯০৭ জন শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে নির্দেশ জারি করেছিল। এই শিক্ষকরা শিক্ষা সেতু অ্যাপে উপস্থিতি না দেওয়ার বিষয়টি বিভাগের নজরে আসে। যার ফলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।