Barak UpdatesBreaking News
ইদের দিনে এনআরসির শুনানি নেই, কর্তৃপক্ষের স্পষ্টীকরণ
Authorities confirm that there would be any hearing on the day of Eid

৪ জুনঃ আগামী বুধবার রাজ্যে ইদ-উল-ফিতরের ছুটি। সে দিন এনআরসি-র শুনানি হবে না। কোনও পুনরাবেদনকারীকে সে দিন শুনানির জন্য ডাকা হয়নি। এনআরসি কর্তৃপক্ষ এই স্পষ্টীকরণ দিয়েছেন। এ নিয়ে গুজব ছড়িয়ে পড়েছিল। সঙ্গে ইদের দিনে কেন শুনানির জন্য ডাকা, এই প্রশ্ন তুলে বিভিন্ন মহল থেকে ক্ষোভও প্রকাশ করা হয়েছিল। এরই প্রেক্ষিতে এনআরসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এটি পুরোপুরি গুজব, অপপ্রচার। ইদের দিনে কাউকে ডাকা হয়নি। ফলে সে দিন শুনানিরও প্রশ্ন ওঠে না।