Barak UpdatesAnalyticsCultureBreaking News
ইজেডসিসি-বরাককণ্ঠের আয়োজনে শিলচরে লোক সংস্কৃতি উৎসব
ওয়ে টু বরাক, ১৪ অক্টোবর : কেন্দ্র সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র অর্থাৎ ইজেডসিসি এবং বরাককণ্ঠের উদ্যোগে শিলচরে অনুষ্ঠিত হচ্ছে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি উৎসব। আগামী ২৫ ও ২৬ অক্টোবর এই উৎসব শিলচর গান্ধীভবনে। এতে বরাকের বিভিন্ন সাংস্কৃতিক দল তাঁদের অনুষ্ঠান পরিবেশন করবে। এছাড়া কলকাতার সৃজন শিল্পীগোষ্ঠীর ১৫ জন নৃত্যশিল্পী মঞ্চে তাঁদের অনুষ্ঠান উপহার দেবেন। বরাককণ্ঠের সম্পাদক সন্তোষ চন্দ জানান, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র অর্থাৎ ইজেডসিসি-র ডিরেক্টর আশিস গিরি সহ অন্য চার আধিকারিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।