SportsBreaking News
ইংল্যান্ডে স্বেচ্ছামৃত্যু নেই, আক্ষেপ ক্যানসারে আক্রান্ত প্রাক্তন ক্রিকেট অধিনায়কের
ওয়েটুবরাক, ৩০ নভেম্বর : ক্যানসারে আক্রান্ত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রে ইলিংওয়ার্থ। তাই তিনি আর বাঁচতে চান না। কিন্তু তাঁর কাছে আক্ষেপের কথা, স্বেচ্ছামৃত্যু সংক্রান্ত কোনও আইন নেই ইংল্যান্ডে।
৮৯ বছরের ইলিংওয়ার্থের খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়েছে। তাঁর রেডিয়োথেরাপি চলছে। ১৯৭০-৭১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের যে দল অ্যাশেজ জিতেছিল, সেই দলের অধিনায়ক ছিলেন ইলিংওয়ার্থ। তিনি জানান, ‘অতিরিক্ত কেমো দিয়ে শেষ টিউমারটা বের করে দেওয়ার চেষ্টা চলছে। দেখি তাতে কাজ দেয় কি না।’’
নিজের স্ত্রীর কথা তুলে ধরে ইলিংওয়ার্থ বলেন, “স্ত্রী শিরলে এই বছরই ক্যানসারে মারা গিয়েছেন। শেষ ১২টা মাস ওর জীবন যে রকম ছিল, আমি চাই না আমারও সে রকম কাটুক। ওকে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে যেত হয়েছে। শেষ একটা বছর ওর জীবন বলে কিছু ছিল না। সত্যি বলছি, আমি ওরকম জীবন চাই না। আমি স্বেচ্ছামৃত্যুতে বিশ্বাসী। কিন্তু ইংল্যান্ডে সে আইন নেই। কী আর করা যাবে!’’