India & World UpdatesBreaking News
আসাম সন্তান ঋষিকেশ রায় সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন
১৯ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সুপ্রিম কোর্টে নতুন চারজন বিচারপতি নিয়োগ করেছেন। এই চারজনের মধ্যে একজন আসামের বিচারপতি। আসামের সন্তান এই বিচারপতি ঋষিকেশ রায়। তিনি বর্তমানে কেরল হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে রয়েছেন। বাকি তিনজন বিচারপতি হলেন কৃষ্ণ মুরারি, এস আর ভাট ও ভি রামসুব্রহ্মনিয়ম। এই চারজনকে নিয়ে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির সংখ্যা দাঁড়াল ৩৪।
এদিকে বিচারপতি কৃষ্ণ মুরারি বর্তমানে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের মুখ্য বিচারপতি, রাজস্থান হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে রয়েছেন এস রবীন্দ্র ভাট, ভি রামসুব্রহ্মনিয়ম হিমাচল প্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি।
অন্যদিকে আসাম সন্তান হৃষিকেশ রায় গৌহাটি হাইকোর্টের বিচারপতি ছিলেন। ১৯৬০ সালের ১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। গতবছর অর্থাৎ ২০১৮ সালের ৮ আগস্ট তিনি কেরল হাইকোর্টের ৩৫তম মুখ্য বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৮২ সালে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক হন। প্রথমে তিনি দিল্লি বার কাউন্সিলে নাম নথিভুক্ত করেছিলেন। পরবর্তীতে গুয়াহাটি চলে আসেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে হৃষিকেশ রায়ের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি।