Barak UpdatesBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী
১০ মে : আসাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় কবিগুরুর জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র পাঠাগারের সামনে থাকা রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন উপাচার্য অধ্যাপক দিলীপ চন্দ্র নাথ, বাংলা বিভাগের প্রধান বিশ্বতোষ চৌধুরী, গ্রন্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মনোজ সিনহা, ড. রমাকান্ত দাস, ড. বরুণজ্যোতি চৌধুরী, আনটিয়ার সভাপতি সাগ্নিক চৌধুরী, সম্পাদক রনেন্দ্র চক্রবর্তী ও অন্যরা। এরপর অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় বাংলা বিভাগের অধিকরণ শিল্প বিভাগের অধ্যাপক জগন্নাথ বর্মণের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে।
এ দিন প্রথমেই বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় ভাষা ও সংস্কৃতি চর্চা অনুষদের অধ্যক্ষ অধ্যাপক রঘুমণি সিংহ। মণিপুরি নৃত্য ও সাহিত্যে রবীন্দ্র প্রভাব সম্পর্কে তিনি আলোচনা করেন। নেপালি সাহিত্যে রবীন্দ্র প্রভাব এবং রবীন্দ্র সাহিত্যের সংস্কৃতের প্রভাব বিষয়ে আলোচনা করেন সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক শান্তি পোখরেল। ড. রমাকান্ত দাসের বক্তব্যের বিষয় ছিল, রবীন্দ্রনাথের লোকসংস্কৃতি চর্চা। ড. বরুণজ্যোতি চৌধুরী বলেন, বর্তমান সময়ে রবীন্দ্র সাহিত্য ও দর্শনের প্রাসঙ্গিকতা নিয়ে। শান্তিনিকেতনে নৃত্য ও সংগীত চর্চার অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করেন অধিকরণ শিল্প বিভাগের দুই অধ্যাপক সুজিত ঘোষ ও জগন্নাথ বর্মন। অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন সুজিত ঘোষ ও গবেষক প্রীতি দাস। অনুষ্ঠান শেষ হয় সভাপতি ড. বিশ্বতোষ চৌধুরীর বক্তব্যের মাধ্যমে। তাঁর আলোচনার বিষয় ছিল, রবীন্দ্র সাহিত্য ও সংস্কৃতি : ভারতীয় সংস্কৃতির সেতুবন্ধন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দুই গবেষক কণিকা চক্রবর্তী ও রিম্পা খান।