NE UpdatesIndia & World UpdatesBreaking News
আসামের চা বাগানে ১১৯টি নতুন হাই স্কুল হচ্ছে
১২ জুলাই: আসামের চা বাগান অঞ্চলে নতুন ১১৯টি হাই স্কুল তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ সে জন্য সাড়ে তিন বিঘা করে জমি দেবে সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষ৷ স্কুল নির্মাণ সহ যাবতীয় দায়িত্ব সরকারের৷ এরই মধ্যে এ ব্যাপারে কথাবার্তা সেরে নিয়েছেন৷ কোথায় কোথায় স্কুল নির্মাণ হবে, এর একটি তালিকাও তৈরি হয়ে গিয়েছে৷ বাগান কর্তৃপক্ষের সঙ্গে পাকা কথা সেরে পরবর্তী পদক্ষেপের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারদের৷
সরকারের এমন উদ্যোগে চা বাগান অঞ্চলের বিধায়করা খুশি৷ পাথারকান্দির বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল বললেন, অসমের চা বাগান অঞ্চলের উন্নতির জন্য এই পদক্ষেপ জরুরি ছিল৷ দূরের স্কুলে যেতে হয় বলে অনেক ছেলেমেয়ে পড়ার আগ্রহ হারিয়ে ফেলে৷ দুই বছরের মধ্যে নতুন স্কুলগুলিতে পাঠদান শুরু হবে বলে আশা তাঁর৷ লক্ষীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালার পরামর্শ, নতুন স্কুলগুলি নবোদয়ের আদলে একশো শতাংশ আবাসিক করা হোক৷ তাহলে বাগান অঞ্চলের ছেলেমেয়েদের শিক্ষার বিকাশ হবে৷ তিনি একইভাবে মডেল কলেজ তৈরি করতে সরকারের কাছে দাবি জানান৷
বরাক উপত্যকার তিন জেলাতেও এই প্রকল্পে বেশ কিছু নতুন স্কুল হবে৷ কাছাড় জেলার পূর্ত (দালান) বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার গণেশ বরা জানান, এরই মধ্যে তাঁরা কাজ শুরু করতে চাইছেন৷ জমির বন্দোবস্ত হয়ে গেলে দেরি করবেন না৷