Barak UpdatesSportsBreaking News
আশিস কুমার গুপ্ত স্মৃতি বেবি লিগ রবিবার
১৫ জানুয়ারি: আশিস কুমার গুপ্ত স্মৃতি বেবি লিগ হচ্ছে ১৭ জানুয়ারি। একদিনের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি দল। কাছাড় জেলায় প্রথমবারের মতো এই প্রতিযোগিতা হচ্ছে। আসরের আয়োজক শিলচর ফুটবল অ্যাকাডেমি । এবারের আসরে বিজয়ী ও রানার্স দলকে ট্রফি দেওয়ার পাশাপাশি খেলোয়াড়দের বুট, মোজা এবং সিনগার্ড উপহার দেওয়া হবে। সবগুলি দলকে খেলার সময় জার্সি দেওয়া হবে। তবে সেই জার্সি ফেরত দিতে হবে বলে আয়োজকরা জানিয়েছেন। উল্লেখ্য, বরাক উপত্যকায় এ নিয়ে দ্বিতীয়বার বেবি লিগ আয়োজিত হতে চলেছে। ২০১৯ সালের ডিসেম্বরে বদরপুরে চিলড্রেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব ১০ এবং অনূর্ধ্ব ৬ বয়স গ্রুপে বেবি লিগ হয়েছিল। এ বারও বাচ্চারা যাতে এনজয় করতে পারে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। হলুদ কার্ড, লাল কার্ড ব্যবহার করা হবে। লাল কার্ড দেখলে দুই মিনিটের জন্য বাইরে যাবে খেলোয়াড়। থ্রোর পরিবর্তে কিক ইন থাকবে।
আজ সাংবাদিক বৈঠকে এসব তথ্য পেশ করেন বাবুল হোড় ও সচিব শ্যামল দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশিস গুপ্তের ছেলে অভিরূপ গুপ্ত, টুর্নামেন্টের সিইও সুবিমল ধর, অ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর মৃণালকান্তি রায়, কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত, অ্যাকাডেমির প্রশিক্ষক বাবু সিং।
আসরের জন্য বাজেট ধরা হয়েছে ৬০ হাজার টাকা। তিনজনের কাছ থেকে ত্রিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে। বাকি অর্থ অন্য কোনও সোর্স থেকে ম্যানেজ করা হবে।অ্যাকাডেমির এক শুভাকাঙ্ক্ষী বল ডোনেট করছেন। আসর ভালভাবে সম্পন্ন করতে বিকাশ দাসকে ম্যাচ কমিশনার এবং তপন দাসকে রেফারি অ্যাসেসর করা হয়েছে।