Barak UpdatesBreaking News
আল্লাম্মা তৈয়ীবুর রহমান বড়ভুইয়া অসুস্থAllahamma Maulana Tayabur Rahaman admitted in ICU
২১ জানুয়ারিঃ উত্তর-পূর্ব ভারত আমিরে শরিয়ত আল্লাম্মা মওলানা তৈয়ীবুর রহমান বড়ভুইয়া অসুস্থ। তাঁকে শিলচরের ভ্যালি নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে সোমবার রাতে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়। কিছুদিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না। এর মধ্যে রবিবার ছিল বদরপুরে উত্তর-পূর্ব ভারত এমারতে শররীয়াহ ও নদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন এবং খতমে বোখারি। বড় মাপের ওই অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পর অসুস্থতার মাত্রা বেড়ে গেলে তাঁকে হাইলাকান্দির চিকিতসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। তাঁদের পরামর্শে তাঁকে শিলচর নিয়ে আসা হয়। প্রথমে গ্রেসওয়েল হাসপাতালে। সেখান থেকে ভ্যালি নার্সিং হোমের আইসিইউ-তে। পরে অবস্থার সামান্য পরিবর্তন হলে উন্নত চিকিতসার জন্য তাঁকে গুয়াহাটি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুসারে রাতেই পুরো ব্যবস্থা করা হয়। নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে। সঙ্গে গিয়েছেন তাঁর পুত্র মওলানা আবুল খয়ের মাহবুব বড়ভুইয়া। তাঁর অসুস্থতার খবরে বরাক উপত্যকা জুড়ে মানুষ উদ্বিগ্ন।
January 21: North East India Ameer -e-Shariyat Allahamma Maulana Tayabur Rahaman Barbhuiya suddenly developed health complexities. As a result, he was admitted in the ICU of Valley Nursing Home. Infact, he was unwell since the last few days. But on Sunday, his health condition deteriorated and so he was brought to Silchar from Hailakandi and was admitted in the nursing home. Meanwhile, it was learnt that he would be shifted to a private nursing home in Guwahati.