NE UpdatesAnalyticsBreaking News
আলি তৌকির শেখের বিরুদ্ধে এসআইটির তদন্ত ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে : মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ মার্চ : সংসদ গৌরব গগৈর স্ত্রী এলিজাবেথ কলবার্ন গগৈকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের পর ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানি নাগরিক আলি তৌকির শেখের বিরুদ্ধে অসম পুলিশ মামলা দায়ের করে তদন্ত অব্যাহত রেখেছে। এস আই টির তদন্ত চলতে থাকার সময় এ ব্যাপারে পুনরায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
বৃহস্পতিবার দিসপুরের লোকসেবা ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, এস আই টি পাকিস্তানি নাগরিক-আলি তৌকীর শেখের ভারত বিরোধী গতিবিধি ও তার সঙ্গে ব্যক্তি বিশেষের সম্পর্কের তদন্ত করে আসছে। তদন্তের সময় ওই ব্যক্তির ভারতে চাকরি করেও পাকিস্তান থেকে বেতন গ্রহণ করা তথা সম্পর্ক রক্ষা করার তথ্য পাওয়া গেছে। গত একমাস ধরে এস আই টি দিল্লি, আহমেদাবাদ, পাঞ্জাব সহ বিভিন্ন শহরে ভ্রমণ করে এ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই তদন্ত শেষ করার জন্য আমি এস আই টিকে নির্দেশ দিয়েছি। সেপ্টেম্বর মাসে অনুমান করা সম্ভব হবে যে, এই মামলাটি এন আই একে দেওয়া প্রয়োজন কিনা। অন্যদিকে বাণিজ্য ভিসা বাতিল করার জন্য কেন্দ্র সরকারকে জানানো হবে কিনা তাও বোঝা যাবে। এছাড়া ইন্টারপোলের মাধ্যমে আলী তৌকির শেখের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা লাগবে কিনা সে বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে।
মুখ্যমন্ত্রী বলেন, কিন্তু এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে, সেগুলোর মধ্যে প্রাথমিকভাবে সন্দেহ করার অনেক গভীর ও ভয়ংকর সম্পর্কের সন্ধান রয়েছে। সময়মত আমরা এসআইটির প্রতিবেদন সিলেটের অনুমোদন জানানোর পর সংবাদ মাধ্যমের সামনে আনা হতে পারে, নয়তো কেন্দ্র সরকারের কাছে পাঠানো হতে পারে। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই তদন্ত প্রক্রিয়া শেষ হবে।