Barak Updates

আর্য সংস্কৃতি বোধনী সমিতির বন্দেমাতরম উতসব
Vandemataram festival celebrated by Arya Sanskriti Bodhoni Samiti

২৭ অক্টোবরঃ আর্য সংস্কৃতি বোধনী সমিতির ৩১-তম বন্দেমাতরম উতসবের অঙ্গ হিসেবে শনিবার গান্ধীভবনে দিনভর নানা কর্মসূচি পালিত হয়। দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা, দেশাত্মবোধক নৃত্য প্রতিযোগিতার পর সন্ধ্যায় ছিল পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ দিনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে নেহরু যুব কেন্দ্র আয়োজকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

রবিবারও বিভিন্ন কর্মসূচি রয়েছে তাদের। এর মধ্যে সকাল সাড়ে ১০টায় শুরু হবে বরাক উপত্যকা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। ৬ থেকে ২০ বছর বয়সের প্রতিযোগীরা নিজেদের বিভাগে যোগাসন দেখাবেন। বিকেল ৪টায় রয়েছে বহুভাষী কবি সম্মেলন। বিবেকানন্দ ও স্বদেশের উপর লেখা স্বরচিত কবিতাই কবিরা পড়ে শোনাবেন।সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সান্ধ্যকালীন অনুষ্ঠান।

প্রসঙ্গত, প্রতি বছরের মতো এ বারও ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে আর্য সংস্কৃতি বোধনী সমিতির বন্দেমাতরম উতসব। সেই সঙ্গে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি,  বিবেকানন্দ পাঠচক্রের ২৫ বছর পূর্তি এবং সমিতির ৪১-তম পূর্তি উতসব এবং বিজয়া সম্মেলন। এর অঙ্গ হিসেবে ৫ সেপ্টেম্বর তারাপুর রামকুমার নন্দী পাঠশালায় শিক্ষক দিবস উদযাপিত হয়। ১৬ সেপ্টেম্বর হাইলাকান্দি জেলার রাঙ্গাউটি দুর্গাবাড়িতে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন তারা। ২০ সেপ্টেম্বর থেকে চলে পাঁচদিনের নিঃশুল্ক যোগ প্রাণায়ম শিবির।  ৭ অক্টোবর শ্যামাচরণ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। আগামী ২৯ অক্টোবর বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত প্রয়াত গোপিকারঞ্জন ভট্টাচার্যের শততম জন্মদিন পালন করা হবে আয়োজকরা জানিয়েছেন।

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker