Barak Updates
আর্য সংস্কৃতি বোধনী সমিতির বন্দেমাতরম উতসব
Vandemataram festival celebrated by Arya Sanskriti Bodhoni Samiti

রবিবারও বিভিন্ন কর্মসূচি রয়েছে তাদের। এর মধ্যে সকাল সাড়ে ১০টায় শুরু হবে বরাক উপত্যকা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। ৬ থেকে ২০ বছর বয়সের প্রতিযোগীরা নিজেদের বিভাগে যোগাসন দেখাবেন। বিকেল ৪টায় রয়েছে বহুভাষী কবি সম্মেলন। বিবেকানন্দ ও স্বদেশের উপর লেখা স্বরচিত কবিতাই কবিরা পড়ে শোনাবেন।সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সান্ধ্যকালীন অনুষ্ঠান।
প্রসঙ্গত, প্রতি বছরের মতো এ বারও ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে আর্য সংস্কৃতি বোধনী সমিতির বন্দেমাতরম উতসব। সেই সঙ্গে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি, বিবেকানন্দ পাঠচক্রের ২৫ বছর পূর্তি এবং সমিতির ৪১-তম পূর্তি উতসব এবং বিজয়া সম্মেলন। এর অঙ্গ হিসেবে ৫ সেপ্টেম্বর তারাপুর রামকুমার নন্দী পাঠশালায় শিক্ষক দিবস উদযাপিত হয়। ১৬ সেপ্টেম্বর হাইলাকান্দি জেলার রাঙ্গাউটি দুর্গাবাড়িতে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন তারা। ২০ সেপ্টেম্বর থেকে চলে পাঁচদিনের নিঃশুল্ক যোগ প্রাণায়ম শিবির। ৭ অক্টোবর শ্যামাচরণ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। আগামী ২৯ অক্টোবর বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত প্রয়াত গোপিকারঞ্জন ভট্টাচার্যের শততম জন্মদিন পালন করা হবে আয়োজকরা জানিয়েছেন।