Barak Updates
আর্ট অব লিভিংয়ের তিনদিনের শিবিরে আতিকা ডান্ডিয়া
২৭ মার্চঃ শিলচরে আসছেন আর্ট অফ লিভিংয়ের আন্তর্জাতিক প্রশিক্ষক আতিকা ডান্ডিয়া। ২৮ মার্চ থেকে শুরু এডভ্যান্স মেডিটেশন প্রোগ্রামে রিসোর্স পার্সন থাকবেন তিনি। শহরের মালিনীবিল প্রণবানন্দ বিদ্যমন্দির প্রেক্ষাগৃহে এই কোর্স চলবে ৩১ মার্চ পর্যন্ত।মঙ্গলবার এব্যাপারে জানান স্থানীয় প্রশিক্ষক পুলক ভট্টাচার্য। তিনি বলেন, একজন মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক চেতনা বিকাশে গুরুজি শ্রীশ্রী রবিশঙ্করের তৈরি কোর্সটির তুলনা নাই । ফলে নিজেকে সম্পূর্ণ রূপে বিকশিত করতে এই কর্মশালা যথেষ্ট উপযোগী।এমন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ গ্রহণের অনুরোধ করেন সবাইকে। বিশেষ করে আহবান জানান যুবাদের। বিশদ জানার জন্য ও নাম তালিকাভুক্ত করতে ন্যাশনাল হাইওয়ে উদয়াচল লেনের স্নেহা ধ্যানকেন্দ্র সহ শিলংপট্টির আর্ট অব লিভিং ইনফরম্যাশন সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে ২৮ মার্চ বিকেল ৫ টায় থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়া নন্দ মহারাজ, আতকা ডান্ডিয়া সহ ও বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন।