Barak UpdatesAnalyticsBreaking News
আরএসএসের তীব্র আন্দোলন কোণঠাসা করেছিল ইন্দিরা গান্ধীকে, বিজয় দিবসে সংঘর্ষ সমিতি

ওয়ে টু বরাক, ২৩ মার্চ : গণতন্ত্র বিজয় দিবস পালন করল লোক সংঘর্ষ সমিতি। ২১ মার্চ, নরসিংহপুরের একটি অনুষ্ঠান ভবনে হয় এই আয়োজন। পৌরোহিত্য করেন কনককুমার নাথ। সমিতির বহু কর্মকর্তা অংশ নেন এতে। বিজয় দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন, প্রবীণ সমাজসেবী দুধনাথ রবিদাস ও নিত্যভূষণ দে। তাঁদের কথায়, ১৯৭৭ সালের ২১ মার্চ, প্রবল আন্দোলনের চাপে স্বৈরাচারী ইন্দিরা সরকার দেশ থেকে ‘জরুরি অবস্থা’ নামের কালো কানুন উঠিয়ে নিতে বাধ্য হয়। কারণ, আরএসএসের তীব্র আন্দোলন কোণঠাসা করেছিল ইন্দিরা গান্ধীকে। আর সেই থেকেই ২১মার্চ বিজয় দিবস হিসেবে পালন হয়ে আসছে।
ক্ষোভের সুরে নিত্যভূষণ দে-রা বলেন, তৎকালীন ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার ঠুঁটি চেপে গণতন্ত্র ধ্বংস করার অপপ্রয়াস করছিল। কিন্তু সফল হতে পারেনি। শেষ সামলাতে পারেনি। কারণ, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ(আর এস এস) গণতন্ত্রপ্রেমী লোকেদের নিয়ে ময়দানে নেমেছিল। প্রবল আন্দোলন গড়ে তুলেছিল আরএসএস। আর সেই প্রতিবাদ ইন্দিরা গান্ধীর সবরকমের চক্রান্তকে পুরোপুরি ভেস্তে দেয় ।পুনরায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে। সভাপতি কনককুমার নাথের ভাষণের মধ্য দিয়েই শেষ হয় অনুষ্ঠান।