Barak UpdatesBreaking News
আবারও বেতুকান্দি নিয়ে প্রস্তাব পাঠাতে বললেন মন্ত্রী
২২ সেপ্টেম্বর : বেতুকান্দি বাঁধ এ বারের বর্ষায় গোটা শিলচর শহরকে দুশ্চিন্তায় রাখে| সামান্য সময় পেলে বাঁধ ভেঙে তছনছ হয়ে যেত| বিভাগীয় কর্তৃপক্ষের বক্তব্য, কতবার যে এ নিয়ে প্রস্তাব পাঠানো হয়েছে! সাড়া মেলেনি| জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত রবিবার কাছাড়ের জেলা উপায়ুক্তের কার্যালয়ে জল সম্পদ বিভাগের একটি পর্যালোচনা সভায় পৌরোহিত্য করেন| শুরুতেই বেতুকান্দি নিয়ে প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন মন্ত্রী| উল্লেখ করেন শিববাড়ি বাঁধের কথাও| বরাক উপত্যকার সামগ্রিক নদী ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী মহন্ত জানতে চাইলে জল সম্পদ বিভাগের ওএসডি দিবাকর ভটাচার্য বিস্তারিত তুলে ধরেনl
পরে শিলচরের জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জেলার বিভিন্ন সমষ্টির নদী এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত জানান l এই পর্যালোচনা সভায় নদী ভাঙন সমস্যা সম্পর্কে আলোচনা কালে সংশ্লিষ্ট বিভিন্ন বিধায়ক তাদের মতামত এবং পরামর্শ তুলে ধরেন l সভায় আলোচনা করে জল সম্পদ মন্ত্রী শিলচরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের এ সংক্রান্ত রিপোর্ট তৈরি করতে বলেন|
“সিঙিরবন্ধ” এলাকার ভূমিক্ষয় সমস্যা নিয়েও সভায় আলোচনা হয়| সাংসদ ড: রাজদীপ রায় নদী ভাঙন সমস্যা সম্পর্কে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা অবহিত করেন এবং প্রতিরোধের কাজে তাত্ক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রী মহন্তকে অনুরোধ করেন । শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ ও বদরপুর জলসম্পদ বিভাগের বিভিন্ন নদী এলাকার সংকটপূর্ণ অবস্থা এবং চারটি ডিভিশনের প্রস্তাব, তাদের নেওয়া ব্যবস্থাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে তুলে ধরা হয় l বিভাগটির মেকানিক্যাল ডিভিশনের কাজকর্ম সম্পর্কে মন্ত্রী প্রশংসা করেন l
এই সভায় বন-পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিভাগটির চিফ ইঞ্জিনিয়ার বরসিং রংপি, ওএসডি দিবাকর ভট্টাচার্য , অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার প্রণব কুমার তুরাং এবং বিধায়কবর্গ দিলীপ পাল, মিহির কান্তিসোম , কিশোর নাথ , অমর চাঁদ জৈন প্রখ অংশ নেন l