Barak Updates
আদানির বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা একসঙ্গে চলবে, নির্দেশ মার্কিন আদালতের
ওয়েটুবরাক, ৩ জানুয়ারি: নতুন বছরের শুরুতে ফের অস্বস্তি বাড়ল শিল্পপতি গৌতম আদানির। মার্কিন আদালত জানিয়েছে, দেওয়ানি এবং ফৌজদারি মামলা একইসঙ্গে চলবে গৌতম আদানির বিরুদ্ধে। শুক্রবার নিউইয়র্কের আদালত এই সংক্রান্ত তিনটি মামলার বিচারের দায়িত্ব দিয়েছে ডিস্ট্রিক্ট জজ নিকোলাস জি গারাফিসকে। বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে ঘুষ দিয়েছিল গৌতম আদানির মালিকানাধীন ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেড’ বা এজিএল সংস্থা, এমনই অভিযোগ। শুধু গৌতম নন, তাঁর ভাইপো সাগর, সংস্থার অন্যতম ডিরেক্টর বিনীত জৈন এবং তাঁদের সহযোগীদের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত তিনটি অভিযোগের ভিত্তিতেই দেওয়ানি ও ফৌজদারি মামলার একসঙ্গে শুনানির নির্দেশ দিয়েছে মার্কিন আদালত।