India & World UpdatesAnalyticsBreaking News
আটকে পড়া শ্রমিকদের রেলভাড়া বহন করবে কংগ্রেস, ঘোষণা সোনিয়ার
৪ মে : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘোষণা করা লকডাউনের ফলে শ্রমিকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আটকে রয়েছেন। এখন একমাস পর এই শ্রমিকরা ঘরে ফিরে যাওয়ার অনুমতি পেয়েছেন। এর মধ্যেই শ্রমিকদের কাছ থেকে রেলভাড়া আদায় করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এ নিয়ে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হওয়ার পর সোমবার কংগ্রেস অধ্যক্ষ সোনিয়া গান্ধী ঘোষণা করেন, লকডাউনে আটকে পড়া শ্রমিকদের ফিরে আসার জন্য কংগ্রেস রেল টিকিটের খরচ বহন করবে।
কংগ্রেস অধ্যক্ষার সিদ্ধান্ত অনুযায়ী, প্রদেশ কংগ্রেস কমিটিগুলো ঘরে ফেরার অপেক্ষায় থাকা প্রত্যেক শ্রমিকের রেলযাত্রার টিকিটের খরচ শীঘ্রই বহন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাত্ৰ চার ঘন্টা আগে বিবৃতি দিয়ে লকডাউন শুরু হওয়ায় দেশের বিভিন্ন স্থানে থাকা শ্ৰমিকরা ঘরে ফিরে যেতে পারেননি। ১৯৪৭ সালের পর প্ৰথমবার দেশে এমন পরিস্থিতি দেখা গিয়েছে যে, লক্ষাধিক শ্ৰমিক হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে নিজের ঘরে ফিরে আসছেন। সোনিয়া গান্ধী এই বিজ্ঞপ্তিতে আরও বলেছেন, যেখানে বিদেশে আবদ্ধ হয়ে পড়া লোকদের বিনা খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে, গুজরাটের এক কর্মসূচির জন্য ১০০ কোটি টাকা সরকারি অর্থ খরচ করা হয় এবং এক্সদি রেলমন্ত্রক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫১ কোটি টাকা দিতে পারে, তাহলে এই কঠিন সময়ে শ্রমিকদের ভাড়া কেন বহন করা যাবে না?