Barak UpdatesAnalyticsBreaking News
আজ শিলচর রেলস্টেশনে উনিশের মঞ্চে সুদর্শন গুপ্ত স্মারক বক্তৃতা
ওয়ে টু বরাক, ১৯ মে : ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির ব্যবস্থাপনায় দিনভর নানা কর্মসূচির মাধ্যমে শহিদ তর্পণের পাশাপাশি উনিশের সন্ধ্যায়ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রেল স্টেশন চত্বরে থাকা মঞ্চে থাকবে উনিশের সহযোদ্ধা সুদর্শন গুপ্ত স্মারক বক্তৃতা। মাতৃভাষার সংকট ও শহিদের স্বীকৃতি’ শীর্ষক এই আলোচনায় অংশ নেবেন এ পার বাংলার ডাঃ পার্থসারথি মুখার্জি এবং ওপার বাংলার গোলাম কুদ্দুস। আলোচনায় সঞ্চালক হিসেবে থাকবেন দীপক সেনগুপ্ত।
এছাড়াও থাকবে সমবেত সঙ্গীত, নৃত্য ও কবিতার অনুষ্ঠান। রাত ৮টায় উনিশের দুই প্রজন্মের দ্বৈত সঙ্গীতে অংশ নেবেন অমরেন্দ্র চক্রবর্তী ও মেঘরাজ চক্রবর্তী, সুদীপ্তা ভট্টাচার্য ও সৃজিতা ভট্টাচার্য, কমলেশ ভট্টাচার্য ও কৌশিকী ভট্টাচার্য, সুমিতা ভট্টাচার্য ও অর্কদ্যুতি নাথ এবং অক্ষরা রায় ও মঞ্জুশ্রী দাস। শেষে থাকবে কলকাতার শিল্পী দেব চৌধুরীর সঙ্গীতানুষ্ঠান।